স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিরুদ্ধে খুব সম্ভবত মাঠে ফেরা হচ্ছে না মহম্মদ শামির। গত বছর ঘরের মাঠে বিশ্বকাপে সময় চোট পেয়েছিলেন তিনি। অবশ্য চোট নিয়েও দুর্ধর্ষ পারফর্ম করেন তিনি। তারপর সামিকে অপারেশন করাতে হয়। তারপর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে শামির। যা খবর, রিহ্যাব-পর্ব এখন প্রায় শেষের দিকে। নেটে হালকা বোলিংও শুরু করেছেন তিনি। শামি নিজেও বারবার বলেছেন এখনও পর্যন্ত সেরে ওঠার প্রসেস ঠিকঠাকভাবেই চলছে। ভারতীয় বোর্ডের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সামনের মাসেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে মাঠে ফিরতে পারবেন শামি।
তবে যা খবর, তাতে শামির জাতীয় দলে ফিরতে আরও একটু সময় লাগতে পারে। আসলে বছরের শেষেই অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ টেস্টের সিরিজ। ওই সিরিজে শামির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তাই ভারতীয় তারকা পেসারের মাঠে ফেরার ব্যাপারে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। বরং তাঁকে যথেষ্ট সময় দেওয়া হবে। শোনা যাচ্ছে, ভারতীয় দলের হয়ে নামার আগে ঘরোয়া ক্রিকেটে একটা ম্যাচ খেলে নিতে পারেন তিনি। সেই ইঙ্গিত তিনি নিজেও দিয়ে রেখেছেন শামি। ১১ অক্টোবর থেকে রনজি শুরু হচ্ছে । বাংলার হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন তিনি। দিন কয়েক আগেই শহরে এসেছিলেন। বাংলার প্র্যাকটিসে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন। একই সঙ্গে তিনি এটাও বলে দিয়েছেন, রনজিতে এবার কয়েকটা ম্যাচে তিনি খেলবেন।
[আরও পড়ুন: ‘ফোন কেড়ে নিয়েছিলেন প্রকাশ স্যর…’ প্রধানমন্ত্রীর কাছে স্বীকারোক্তি লক্ষ্য সেনের]
বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে। আর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ অক্টোবর। যার ফলে বোর্ডের তরফ থেকে সামিকে রনজিতে একটা ম্যাচ খেলে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলেই খবর। কারণ দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। রনজি খেলে নিলে ম্যাচ ফিটনেসের ব্যাপারটাও দেখে নেওয়া যাবে। তাছাড়া টেস্টে নামার আগে শামি লাল-বলেও খেলে নিতে পারবেন।
[আরও পড়ুন: ‘ভিনেশ আমাদের গর্ব’, প্যারিস ফেরত অলিম্পিয়ানদের সামনে ‘দঙ্গল গার্লে’র প্রশংসায় প্রধানমন্ত্রী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));