সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। চলতি মাসের প্রথম থেকে যে অচলাবস্থা শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও তার পুরোপুরি সুরাহা মেলেনি। এমনকী মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই দেশে আদৌ হবে কিনা, সেটা নিয়েও উঠছে প্রশ্নচিহ্ন। এরই মধ্যে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে যেতে পারেন নাজমুল হাসান পাপন।
তাঁকে নিয়ে বাংলাদেশে ক্রিকেটে প্রশ্ন অনেকদিন ধরেই। তাঁর পদত্যাগও চাওয়া হচ্ছে। পাপন শুধু আওয়ামি লিগের সাংসদই নন, হাসিনা সরকারের আমলে মন্ত্রীও ছিলেন। টানা চতুর্থবার তিনি বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব থাকলেও আপাতত তিনি দেশের বাইরে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের আবহেই আত্মগোপনে গিয়েছেন তিনি। আপাতত বিসিবির দায়িত্ব সামলাচ্ছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।
[আরও পড়ুন: রবিবার হচ্ছে না ডুরান্ড ডার্বি, বাতিল বাঙালির বড় ম্যাচ]
সূত্রের খবর, ১৪ আগস্ট বিসিবির কয়েকজন কর্মকর্তা ঢাকায় মিটিংয়ে বসেন। সেখানে ফের উঠে আসে পাপনের পদত্যাগের প্রসঙ্গ। তাঁদের এক কর্মকর্তা জানান, “আমাদের একজনের সঙ্গে পাপনের যোগাযোগ রয়েছে। তিনি জানিয়েছেন, পাপন সরকারের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে রাজি। তার সঙ্গে তিনি বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চান। বিসিবিকে আমরা নতুন করে সাজাতে চাই।”
[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]
তবে এটাও জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনওভাবেই পাপনের উপর নির্ভরশীল নয়। সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ চালাচ্ছে বিসিবি। সেক্ষেত্রে অপেক্ষা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে পাপনের পদত্যাগের জন্য। এমনিতেও বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও সেখান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে আরব আমিরশাহীতে হতে পারে এই টুর্নামেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));