সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরু থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এদিকে ক্রমশ এগিয়ে আসছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup)। এহেন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি সাফ জানিয়ে দিলেন, বর্তমানে যা অবস্থা তাতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করাটা খুব বড় ভুল হবে। উল্লেখ্য, মহিলাদের বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে ইতিমধ্যেই ভাবনাচিন্তা করছে আইসিসি।
৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই তীব্র সন্দেহ দানা বেঁধেছে। ইতিমধ্যেই বিকল্প হিসেবে শোনা যাচ্ছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীর নাম। সূত্রের খবর, সেই লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে আমিরশাহী। মূলত নিরাপত্তা নিয়ে ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে আইসিসি। অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলি বাংলাদেশে আসবে কিনা সেটাও চিন্তার বিষয়।
[আরও পড়ুন: বিরাটের সঙ্গে আরসিবিতে খেলতে চান! মনের কথা ফাঁস রিঙ্কুর]
এহেন পরিস্থিতিতে অ্যালিসা হিলির সাফ মত, “আমার মনে হয় বর্তমান অবস্থায় বাংলাদেশে ক্রিকেট খেলা খুবই মুশকিল। এমন একটা দেশ যেখানে মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে, সেই দেশের রসদের একটা বড় অংশ ক্রিকেটের জন্য সরিয়ে নেওয়া- খুবই কঠিন ব্যাপার। ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে এই পরিস্থিতিতে আমার পক্ষে বিশ্বকাপ খেলা খুব কঠিন। আমার মনে হয়, এমন অবস্থায় বিশ্বকাপ আয়োজন করলে সেটা বড় ভুল হতে পারে।”
যদিও বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির উপরেই ছেড়েছেন অজি অধিনায়ক। একা হিলি নন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার মহিলা দলের একাধিক সদস্য। সেদেশে বিশ্বকাপ হচ্ছে কিনা, সেই নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, মহিলা বিশ্বকাপের ভেন্যু নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি।
[আরও পড়ুন: ‘সব ভুলে যান, শুধু ভোলেন না…’ রোহিতের কোন গুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন কোচ?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));