পদক না পেয়েও ১৬ কোটি টাকা! ‘সস্তার প্রচার করবেন না’, সমালোচকদের জবাব ভিনেশের স্বামীর


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুসপ্তাহে ভিনেশ ফোগাট দেখে নিয়েছেন অনেককিছু। অলিম্পিকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। আবার স্বপ্নের সেই মিনার চূর্ণও হয়ে যায়। নেমে আসে বিপর্যয়। তিন জন কুস্তিগিরকে মাটি ধরিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছিলেন তিনি। রুপো নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু ফাইনালের দিন সকালে ওজন বেশি হওয়ায় তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয় পদক। ফাইনালেও নামতে পারেননি তিনি।
সেই ভিনেশ ফোগাটকেই শুনতে হল, বিভিন্ন সংস্থার কাছ থেকে ১৬ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি। এমন ভিত্তিহীন জল্পনার প্রেক্ষিতে মুখ খুলেছেন ভিনেশের স্বামী সোমবীর রাঠী। সোশাল মিডিয়ায় সোমবীরকে বলতে শোনা গিয়েছে, ”ভিনেশ ফোগাট কোনও সংস্থা, ব্যবসায়ী, এমনকী কোনও পার্টির কাছ থেকে কোনও অর্থই নেয়নি। আমাদের সুহৃদদের কাছে অনুরোধ করা হচ্ছে, এই ধরনের ভুল তথ্য যেন ছড়ানো না হয়। এই ধরনের ভুয়ো তথ্য আমাদের সুনাম নষ্ট করবে। আমাদের সামাজিক অবস্থানও নষ্ট হবে। সস্তায় জনপ্রিয়তার জন্য এমন কিছু খবর ছড়াবেন না।”

[আরও পড়ুন: দলীপ ট্রফির দলে কেন নেই রোহিত-বিরাট? বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রশ্ন গাভাসকরের]

এদিকে অভিনব উপায়ে অলিম্পিয়ান কুস্তিগিরকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে হরিয়ানার খাপ পঞ্চায়েত। নির্দল বিধায়ক এবং হরিয়ানার সাঙ্গওয়ান খাপের সভাপতি সোমবীর সাঙ্গওয়ান বলেছেন, “অলিম্পিকে সোনাজয়ীদের যেমন পদক দেওয়া হয়, সেরকম পদক বানানো হবে ভিনেশের জন্য। ৫০ থেকে ১০০ গ্রাম সোনা থাকবে এই পদকে।”

 

[আরও পড়ুন: মহামেডানের মহীতোষ-ইসরাফিল থেকে ভারতের জার্সিতে মণিরুল, ‘জাস্টিসে’র দাবি কলকাতা থেকে নেপালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ



Leave a Reply