সংবর্ধনা অনুষ্ঠানে ‘অলিম্পিকের সোনার পদক’! ভিনেশের জন্য অভিনব ভাবনা খাপ পঞ্চায়েতের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিকে সোনা জেতার যুদ্ধে নামতে পারেননি। কিন্তু দেশে ফেরার পরে সোনাজয়ীর মতো করেই বরণ করে নেওয়া হয়েছে ভিনেশ ফোগাটকে। এবার তারকা কুস্তিগিরকে সোনার পদক দেওয়ার পরিকল্পনা করছে হরিয়ানার খাপ পঞ্চায়েত। সূত্রের খবর, অলিম্পিকে যেমন মেডেল দেওয়া হয় ঠিক সেভাবেই বিশেষ স্বর্ণপদক বানানো হবে ভিনেশের জন্য।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনব উপায়ে অলিম্পিয়ান কুস্তিগিরকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে হরিয়ানার খাপ পঞ্চায়েত। নির্দল বিধায়ক এবং হরিয়ানার সাঙ্গওয়ান খাপের সভাপতি সোমবীর সাঙ্গওয়ান বলেছেন, “অলিম্পিকে সোনাজয়ীদের যেমন পদক দেওয়া হয়, সেরকম পদক বানানো হবে ভিনেশের জন্য। ৫০ থেকে ১০০ গ্রাম সোনা থাকবে এই পদকে।” উল্লেখ্য, রবিবার সোমবীর-সহ খাপ পঞ্চায়েতের অন্যান্য নেতারা ভিনেশের বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন।

[আরও পড়ুন: বাংলার হয়ে রনজি খেলেই প্রত্যাবর্তন শামির! অজি সফরে পাখির চোখ তারকা পেসারের

জানা গিয়েছে, আগামী ২৫ আগস্ট ভিনেশের জন্য বিরাট সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করছে হরিয়ানার খাপ পঞ্চায়েত। রোহতকে এই বিশাল অনুষ্ঠানে হরিয়ানা ছাড়াও অন্যান্য রাজ্যের খাপ নেতারা হাজির থাকবেন। সোমবীরের কথায়, “মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য যেভাবে ভিনেশকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। নিঃসন্দেহে ভিনেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তবে যেভাবে তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন ভিনেশ, তাতেই সোনাজয়ীর চেয়ে বেশি সম্মান পাচ্ছেন তিনি।”

উল্লেখ্য, গত শনিবার প্যারিস থেকে দেশে ফেরেন ভিনেশ। দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন অনেকে। উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিকও। পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভিনেশ ফোগাট। কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে। এবার তারকা কুস্তিগিরের জন্য বিরাট সংবর্ধনার আয়োজন খাপ পঞ্চায়েতের।

[আরও পড়ুন: সব ম্যাচই ‘ফাইনাল’ মহামেডানের, সুপার সিক্সের লক্ষ্যে এরিয়ানের মুখোমুখি সাদা-কালো ব্রিগেড

Leave a Reply