আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তবে গত এক-দু বছর চোট আঘাত সমস্যায় পড়েছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। স্বাভাবিক ভাবেই একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই কিংবদন্তি গোলরক্ষক। বায়ার্ন মিউনিখের তারকা অবশ্য ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন।
জার্মানি ফুটবল টিমের ওয়াল ৩৮ বছরের ম্যানুয়েল ন্যুয়ের। কিছুদিন আগেই ঘরের মাঠে ইউরো কাপে খেলেছেন। কোয়ার্টার ফাইনালে একস্ট্রা টাইমে স্পেনের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। সেটাই দেশের জার্সিতে শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়। ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ। ইচ্ছে ছিল আগামী বিশ্বকাপেও খেলার, এমনই জানিয়েছেন ন্যুয়ের।
এই খবরটিও পড়ুন
আন্তর্জাতিক ফুটবলে অবসর প্রসঙ্গে এক বিবৃতিতে ম্যানুয়েল ন্যুয়ের বলেন, ‘এখনও ফিট আছি। স্বাভাবিক ভাবেই ইচ্ছে ছিল আগামী বিশ্বকাপেও খেলার। একই সঙ্গে আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় এমন সিদ্ধান্ত নেওয়ার। পুরোপুরি বায়ার্ন মিউনিখে ফোকাস করতে চাই।’ ইউরোপ কাপের আগেই জার্মানির মিডফিল্ডার টনি ক্রুজ ঘোষণা করেছিলেন, টুর্নামেন্ট শেষে অবসর নেবেন। টমাস মুলার, ইকে গুন্ডোগানও অবসর নিয়েছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন কিংবদন্তি গোলকিপার।
Thank you to one of the greatest goalkeepers of all time, @Manuel_Neuer! 🧤
From Germany’s 2014 World Cup win to his unmatched reflexes, Neuer has redefined goalkeeping, retiring with 124 caps and 51 clean sheets! 🖤❤️💛#DFB #GermanFootball #GermanMNT
📹 DFB pic.twitter.com/ySDagbQAH1
— German Football (@DFB_Team_EN) August 21, 2024