ডুরান্ড কাপে স্বপ্নভঙ্গ, শিলংয়ে লাজংয়ের কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের। গতবারের ফাইনালিস্টদের অভিযান এবার শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই। শিলং লাজং এফসির ঘরের মাঠে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। খালি হাতেই শিলং থেকে ফিরতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ২-১ ফলে জিতে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল লাজং। 

দিমিত্রি দিয়ামান্তাকোস, মাদিহ তালালের মতো হেভিওয়েটদের নিয়ে এবার দল গড়েছে ইস্টবেঙ্গল। কিন্তু মরশুমের প্রথম টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়ল লাল-হলুদের তারকাখচিত দল। ডুরান্ডে রেজিস্টার করিয়ে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল ডিফেন্ডার আনোয়ার আলিকে। কিন্তু নক আউট ম্যাচে তাঁকে খেলালেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। রক্ষণের ব্যর্থতাতেই জোড়া গোল খেল ইস্টবেঙ্গল। সঙ্গে হেভিওয়েট স্ট্রাইকারদের গোল নষ্টের প্রদর্শনী। সবমিলিয়ে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন। 

[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়]

এদিন ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় লাজং। খেলা শুরুর আট মিনিটের মধ্যে দলকে এগিয়ে দেন রুডওয়ের। তার পর থেকে একাধিকবার গোল করার সুযোগ পেয়েও তা হেলায় নষ্ট করেছেন নন্দকুমাররা। এক গোলে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা দেখা যাচ্ছিল লাজংয়ের ফুটবলারদের মধ্যে। তবে ভাগ্য সহায় থাকায় প্রথমার্ধে আর গোল খায়নি লাল-হলুদ শিবির। 

দ্বিতীয়ার্ধের শুরুতেও ইস্টবেঙ্গলের হতশ্রী ছবিটা পালটায়নি। বল পজেশনে অনেক এগিয়ে থাকলেও কিছুতেই গোল মুখ খুলতে পারেননি দিমিত্রিরা। তবে ৭৮ মিনিটে পৌঁছে দুরন্ত গোল করেন নন্দ। গোলের পরে জার্সিতে ‘রেসপেক্ট উইমেন’ লেখা বার্তা দেন তারকা ফুটবলার। সমতা ফেরানোর পরেও অবশ্য রক্ষণের খারাপ পারফরম্যান্স। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচে এগিয়ে গেল লাজং। ফিগোর গোলে শেষ চারের টিকিট কেটে ফেলল তারা। ডুরান্ড থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটেও বিরাট বদল, বিসিবি সভাপতির পদ ছাড়লেন হাসিনা ঘনিষ্ঠ পাপন

Leave a Reply