সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তবুও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে হাজির ছিলেন সৌরভপত্নী ডোনাও।
#WATCH | Kolkata, West Bengal | Former Indian cricket team captain Sourav Ganguly along with his daughter Sana Ganguly took part in the protest against the rape-murder case at RG Kar Medical College and Hospital. pic.twitter.com/RRQoK3ZKuP
— ANI (@ANI) August 21, 2024
আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) উত্তাল গোটা কলকাতা। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তারকা থেকে আমজনতা সকলেই। সেই প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা হচ্ছে না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। উল্লেখ্য, প্রথম থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন ছিলেন সৌরভ।
VIDEO | Former Indian cricketer Sourav Ganguly’s wife Dona Ganguly and daughter Sana Ganguly take part in a candlelight protest in Kolkata, demanding justice for the RG Kar Medical College and Hospital rape-murder victim. pic.twitter.com/9WwFn697XI
— Press Trust of India (@PTI_News) August 21, 2024
[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়]
বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ।
তবে মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ। বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরেই সেখানে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তিনি। সঙ্গে ছিলেন কন্যা সানা এবং স্ত্রী ডোনা। নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান সৌরভপত্নী।
[আরও পড়ুন: সন্দীপের পরিবারকে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ হাই কোর্টের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));