‘দ্রাবিড়, আগরকরের মতো বিশ্বজয়ের কৃতিত্ব জয় শাহরও’, বলছেন রোহিত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল দ্রাবিড়। অজিত আগরকর। জয় শাহ। এই তিন স্তম্ভের জন‌্যই ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে। এমনটাই মত ভারত অধিনায়ক রোহিত শর্মার। ভারতীয় দলের তারকা ‌ব‌্যাটার বুধবার জানিয়েছেন, ভারতীয় দলের সদ‌্য প্রাক্তন কোচ দ্রাবিড়, নির্বাচক কমিটির চেয়ারম‌্যান আগরকর এবং বিসিসিআই সচিব জয় শাহ যেভাবে তাঁদের পাশে ছিলেন, কল্পনা করা যায় না। ফলাফলের কথা চিন্তা না করে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করতে আনতে চেয়েছিলেন রোহিত। সেই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন এই তিন স্তম্ভ।

বুধবারই রোহিতকে সিয়েট ক্রিকেট রেটিং অ‌্যাওয়ার্ডে ‘বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার’ হিসাবে ভূষিত করা হয়েছে। সেখানে ভারত অধিনায়ক বলেছেন, “দলের মধ‌্যে এমন পরিবেশ তৈরি করা আমার লক্ষ‌্য ছিল, যেখানে সতীর্থরা ফলাফলের কথা চিন্তা না করে স্বাধীনভাবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে। এটাই আমার স্বপ্ন ছিল। এবং এটা প্রয়োজন ছিল। এই চিন্তাভাবনার প্রয়োগের ক্ষেত্রে কোচ দ্রাবিড়, নির্বাচক কমিটির চেয়ারম‌্যান আগরকর এবং বোর্ড সচিব জয় শাহ আমাকে প্রভূত সাহায‌্য করেছেন। তাঁদের অবদান অকল্পনীয়।” রোহিত আরও জানিয়েছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনুভূতি ছিল অবিশ্বাস‌্য। যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন।

[আরও পড়ুন: বাটার চিকেন থেকে মশলা ধোসা, মোদির আগমনে পোল্যান্ডে দেদার বিকোচ্ছে ভারতীয় খাবার]

আইসিসি টুর্নামেন্টে দীর্ঘ খরা কাটিয়ে প্রায় ১১ বছর পর ভারত ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ‌্যাম্পিয়ন হয়েছে। এই জয় প্রসঙ্গে রোহিতের বক্তব‌্য, “এমন এক অনুভূতি যা সবসময় দেখা যায় না। অভাবনীয় ঘটনা, যা আমরা অবশ‌্যই আশা করেছিলাম। দারুণভাবে উপভোগ করেছি। আমাদের সঙ্গে গোটা দেশও উৎসবে মেতে উঠেছিল। প্রতিটি দেশবাসীকে ধন‌্যবাদ।” তিনি আরও বলেন, “এ এক এমন অনুভূতি যা কোনও শব্দবন্ধে প্রকাশ করা অসম্ভব। মনে হয় না তা প্রকাশ করা সম্ভব!”

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে পাঁচবার চ‌্যাম্পিয়ন হয়েছেন রোহিত। তবু তিনি ক্ষুধার্ত। আরও সাফল‌্য চান। রোহিত বলেছেন, “পাঁচবার আইপিএল চ‌্যাম্পিয়ন হওয়ার পিছনে অবশ‌্যই কারণ আছে। তবে আমি এখানেই থামতে চাই না। কারণ, একবার যখন কেউ ম‌্যাচ জেতার স্বাদ পান, ট্রফি জেতার স্বপ্নে সফল হন, তখন সে থামতে চান না। আরও সাফল‌্য চান। ভবিষ‌্যতে আরও ভালো করার লক্ষ‌্য নিয়ে মাঠে নামেন। আমিও তার ব‌্যতিক্রম নই।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে আরও সাফল‌্য করায়ত্ত করাই তাঁর লক্ষ‌্য। বলেছেন, “আমাদের সামনে কয়েকটি কঠিন সফর রয়েছে। খুবই চ‌্যালেঞ্জিং। আমাদের একটাই লক্ষ‌্য, না থামা। আশা করি আমার সতীর্থরাও একইরকম ভাবনাচিন্তা করছে। গত দু’বছর ধরে ভারতীয় ক্রিকেটে তীব্র উত্তেজনা দেখা গিয়েছে। সত‌্যিই ভালো ক্রিকেট খেলছি আমরা।”

[আরও পড়ুন: আর জি কর মামলা LIVE Updates: হুমকি মিলছে, অভিযোগ চিকিৎসকদের, নিরাপত্তার আশ্বাস সুপ্রিম কোর্টের]

এদিন লাইফ টাইম অ‌্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়কে। ভারতীয় তারকা ব‌্যাটার বিরাট কোহলি ভূষিত হয়েছেন পুরুষদের ওয়ান ডে বর্ষসেরা ক্রিকেটার হিসাবে। বর্ষসেরা ওয়ানডে বোলার পুরস্কারে ভূষিত হয়েছেন মহম্মদ শামি। পুরস্কৃত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তামিলনাড়ুর অধিনায়ক আর সাই কিশোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ



Leave a Reply