‘ভারতের বিরুদ্ধে সিরিজ অ্যাশেজের সমান’, বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে উত্তেজিত স্টার্ক


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর শেষে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ গুরুত্ব বিচারে অ‌্যাশেজের সঙ্গে সমতু‌ল‌্য। অন্য কেউ নন, এ হেন বক্তব‌্য বাঁ হাতি অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের। ভয়াল পেসারের মতে যার কারণ, পাঁচ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ। তিন দশক পর যা ফের হচ্ছে।

আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। শেষ বার পাঁচ টেস্টের ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আসর বসেছিল ১৯৯১-’৯২ সালে। যে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে স্টার্ক বলে দিয়েছেন, “পাঁচ টেস্টের সিরিজ হওয়ার কারণে, ভারত সিরিজটা অ‌্যাশেজের মতো হয়ে গেল।” ২০১৪-’১৫ সালের পর একবারও বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৪ সালের পর চার বার হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। চার বারই জিতেছে ভারত। তার মধ‌্যে আবার দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে, অস্ট্রেলিয়াকে বধ করে।

[আরও পড়ুন: অলিম্পিকে জোটেনি পদক, হতাশায় খেলা ছেড়ে বিদেশে পড়তে গেলেন টেবিল টেনিস তারকা

স্টার্ক শুধু সেই ট্রেন্ড বদলাতে চান না। একই সঙ্গে তাঁর কাছে আসন্ন সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে এটা বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ বলে। “আমরা প্রতিটা ম‌্যাচই ঘরের মাঠে জিততে চাই। আমরা এটাও জানি যে, ভারত অত‌্যন্ত শক্তিশালী টিম,” বলে দিয়েছেন স্টার্ক। এ মুহূর্তে বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের টেবলে শীর্ষস্থানে রয়েছে ভারত। দু’নম্বরে অস্ট্রেলিয়া। “আমরা দু’টো টিম যথাক্রমে এক এবং দুই। তাই প্রথম দুই অবস্থানকারীর মধ‌্যে সিরিজ হলে, সেটা তো উত্তেজক হবেই,” বলেন বাঁ হাতি অস্ট্রেলীয় পেসার। সঙ্গে যোগ করেছেন, “আশা করছি, আমরা এবার বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখতে পারব।”

[আরও পড়ুন: ঈশ্বর দর্শনে বিশ্বকাপ! টি-২০ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে জয় শাহ

 

Leave a Reply