সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম দুরন্ত ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলে যান। জয় পেতে সেটাই বড় ভিত তৈরি করে দিয়ে যায়। ম্যাচ জেতার পরেও চমক বাকি ছিল মুশফিকুরের। তিনি জানিয়ে গেলেন, ম্যাচ সেরার পুরস্কার দান করবেন বাংলাদেশের বন্যা দুর্গতদের উদ্দেশ্যে।
বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ৯টি জেলা কমবেশি বন্যা কবলিত। বহু মানুষের জীবন এখনও সংকটের মধ্যে। সেই উদ্দেশ্যে অর্থসাহায্য তুলছেন সাধারণ মানুষ। সেখানে এবার সামিল হলেন মুশফিকুরও। পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পাশাপাশি নিজের দেশের বন্যা দুর্গতদের পাশেও দাঁড়ালেন।
দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে প্রতিপক্ষকে দুরমুশ করলেন শাকিব আল হাসানরা। ২৪ বছরে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট জিতল বাংলাদেশ। প্রতিকূলতার মধ্যেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। এর আগে সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে তারা। মাত্র একবার ড্র হয়েছে দুই দলের খেলা। বাকি প্রত্যেকবারই পাকিস্তান জিতেছে।