সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তার জন্য বাতিল হয়েছিল ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বি। সেই ডার্বির অফলাইন টিকিটের দাম সমর্থকরা ফেরত পাবেন কীভাবে? অবশেষে বিস্তারিত জানাল কর্তৃপক্ষ।
ডুরান্ড কমিটির তরফে জানানো হয়েছে, ৩০ এবং ৩১ আগস্ট অর্থাৎ শুক্রবার এবং শনিবার মহামেডান ক্লাব তাঁবুতে এসে সমর্থকদের টিকিটের মূল্য ফেরত নিয়ে যেতে হবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। টাকা ফেরত পেতে হলে অবশ্যই আসল টিকিটটি সঙ্গে আনতে হবে সমর্থকদের।
[আরও পড়ুন: ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে আসা প্রায় নিশ্চিত’, জোর দিয়ে বলছেন প্রাক্তন পাক অধিনায়ক]
ডুরান্ড কাপে ইস্ট-মোহনের দ্বৈরথ হওয়ার কথা ছিল ১৮ আগস্ট। কিন্তু তার আগের দিন রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, নিরাপত্তাজনিত সমস্যায় ডার্বি করানো যাবে না। দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়। তখনই কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল যাঁরা টিকিট কেটেছেন প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন।
[আরও পড়ুন: কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের]
অনলাইনে টিকিট যাঁরা কেটেছিলেন তাঁদের আগেই টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইটের মাধ্যমেই। তবে যারা অফলাইনে টিকিট কেটেছিলেন তাঁদের মধ্যে টিকিটের দাম ফেরত পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কবে টাকা ফেরত পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে, ইতউতি প্রশ্ন শোনা যাচ্ছিল সোশাল মিডিয়ায়। সেই সব প্রশ্নের জবাব দিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। শনিবার নর্থইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ফাইনালে নামতে চলেছে মোহনবাগান। সব ঠিক থাকলে তার আগেই ডার্বির টিকিট মূল্য ফেরত পেয়ে যাবেন সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));