ভারত সফরের প্রস্তুতি, দেশে না ফিরে কাউন্টি খেলতে যাচ্ছেন শাকিব


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে তৈরি করতে কাউন্টি খেলতে যাচ্ছেন শাকিব-আল-হাসান। পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ হচ্ছে ৪ সেপ্টেম্বর। তারপর তিনি কাউন্টি খেলতে চলে যাবেন। যদিও কোন দলের হয়ে কাউন্টি খেলবেন তারকা অলরাউন্ডার, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।  

শাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের সময় মিছিলে গিয়ে প্রাণ হারানো এক পোশাক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী করা হয় প্রাক্তন অধিনায়ককে। ইতিমধ্যেই সেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত বিচারের জন্য শাকিবকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যেখানে বলা, অবিলম্বে শাকিবকে চলতি পাকিস্তান সিরিজের দল থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে হত্যা মামলার বিচারের জন্য।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ



Leave a Reply