সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয় পেয়েছে ক্যালকাটা কাস্টমস। ২-০ গোলে ম্যাচ জেতে তারা। তার ফলে এবারের কলকাতা লিগে খেতাবি লড়াই থেকে ছিটকে গেল মোহনবাগান। তাদের গ্রুপে প্রথম তিনে থাকল ভবানীপুর ক্লাব, ইস্টবেঙ্গল ও ক্যালকাটা কাস্টমস।
কলকাতা লিগে আগের ম্যাচে রেলওয়ে কে ৮-১ গোলে জিতেছিল সবুজ-মেরুন। কিন্তু তার আগের ম্যাচেই কাস্টমসের সঙ্গে ড্র করেছিলেন সুমিত রাঠিরা। এবারের ঘরোয়া লিগে সেভাবে ধারাবাহিক ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। সুপার সিক্সের লড়াইয়ে এসে তার খেসারত দিতে হল। গ্রুপ বি-তে তারা দাঁড়িয়ে আছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সবুজ-মেরুনের।
যদিও দুটি ম্যাচ কম খেলেছে ডেগি কার্ডোজোর ছেলেরা। কিন্তু কোনও ভাবেই এই গ্রুপে প্রথম তিনে থাকতে পারবে না তারা। এদিন কাস্টমস জেতায় তাদের পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২৪। মোহনবাগান যদি পরের দুটি ম্যাচও জেতে তাহলেও খেতাবি লড়াইয়ে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। এই গ্রুপে শীর্ষে রয়েছে ভবানীপুর। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে তাদেরও পয়েন্ট ৩১। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তারা ভবানীপুরের পিছনে রয়েছে।