সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একাধিক ফরম্যাটের খেলা রয়েছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের। লাল ও সাদা বলের ফরম্যাটে ডাক পেয়েছেন সমিত।
১৮ বছর বয়সি সমিতকে সম্প্রতি মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা গিয়েছে। যদিও সমিত কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেই টুর্নামেন্টে। সাতটি ইনিংসে ৮২ রান করেন তিনি। গড় মাত্র ১১.৭১। গুলবর্গা মিস্টিক্সের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৩ রান করেন সমিত।
[আরও পড়ুন: হাতে চোট পেলেন সূর্যকুমার যাদব, দলীপ ট্রফির আগে বাড়ল আতঙ্ক]
ভারতের অনূর্ধ্ব ১৯ দল তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। সেপ্টেম্বরের ২১, ২৩ এবং ২৬ তারিখ ম্যাচগুলো হবে। ৩০ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ শুরু হবে দুদলের। দুটি চারদিনের ম্যাচ খেলবে দুদল।
ক্রিকেটার রাহুল দ্রাবিড় দেশের হয়ে নিজেকে উজার করে দিয়েছিলেন। খেলোয়াড়জীবনে তিনি শচীন-সৌরভের মতো মহাতারকাদের আলোতে ম্লান হয়ে থাকতেন। জাতীয় দলের কোচ হওয়ার পরে ভারতীয় সিনিয়র দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয় দ্রাবিড়ের কোচিংয়ে। টিম ইন্ডিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরেই কোচের হটসিট থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। এবার রাহুল পুত্রের দিকে নজর সবার। অজিদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে কেমন খেলেন সমিত, সেটাই দেখার।