সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে চোট পেলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বুচিবাবু টুর্নামেন্টে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ম্যাচ চলছিল মুম্বইয়ের। ফিল্ডিং করার সময়ে হাতে চোট পান সূর্য। তাঁর চোট কতটা গুরুতর, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে দলীপ ট্রফির আগে এই হাতের চোট কিন্তু চিন্তায় রাখছে সূর্যকুমারকে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। চোট গুরুতর হলে টেস্ট দলে সূর্যের ঢোকা কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্ট ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। সেটাই তাঁর একমাত্র টেস্ট। জাতীয় দলের টেস্ট টিমে ঢোকাই তাঁর লক্ষ্য। কিন্তু এই চোট কি সত্যিই অন্তরায় হয়ে দেখা দেবে?
[আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন, তৃতীয় রাউন্ডে দৌড় শেষ জকোভিচের]
সূর্য আগেই বলেছেন, ”এই মুহূর্তে বুচিবাবু টুর্নামেন্ট, দলীপ ট্রফি খেলব। তার পর দেখা যাক কী হয়। তবে আমি সামনের দিকেই তাকিয়ে। দশটি টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। আমি লাল বলের ফরম্যাটে খেলতে আগ্রহী।” ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদব ভালো কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ৩০ বলে ৩৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। এদিকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নামছে ভারতীয় দল। চোটের কবলে থাকায় সূর্যকুমার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শ্রেয়স আইয়ার ও সরফরাজ খানও কিন্তু ব্যর্থ হন।