ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। যুবভারতীতে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। মোলিনার দল কি লক্ষ্যপূরণ করতে পারবে লক্ষ-লক্ষ সমর্থকের? অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথমবার ট্রফিজয়ের সুযোগ। গোটা টুর্নামেন্ট জুড়েও তারাও দুরন্ত ফুটবল খেলেছে। ফাইনালের মহারণে শেষ হাসি হাসবে কোন দল? লাইভ আপডেট পেতে নজর রাখুন।
১৯ মিনিট- গোলের সুযোগ এসে গিয়েছিল গ্রেগ স্টুয়ার্টের কাছে। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বারের উপর দিয়ে উড়িয়ে দেন মোহনবাগান স্ট্রাইকার।
৯ মিনিট- পেনাল্টিতে মোহনবাগানকে এগিয়ে দিলেন কামিন্স। বক্সের মধ্যে সাহালকে ফাউল করেন নর্থ ইস্ট ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কামিন্স।
বিকেল ৫:৩০- যুবভারতীতে বল গড়াল ডুরান্ড কাপ ফাইনালের। মুখোমুখি মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড।
বিকেল ৪:৪৫- ঘোষিত মোহনবাগানের প্রথম একাদশ।
বিশাল, অলড্রেড, থাপা, স্টুয়ার্ট, মনবীর, শুভাশিস (অধিনায়ক), লিস্টন, সাহাল, আলবার্তো, কামিন্স, আপুইয়া
রিজার্ভ: দিমিত্রি, অভিষেক, টাংরি, অর্শ, দীপেন্দু, গ্লেন, আমনদীপ, আশিস, সৌরভ, সুহেল
ঘোষিত নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম একাদশ।
গুরমীত, দীনেশ, তনদম্বা, জাবাকো, হামজা, বেমামের, আশির, মায়াক্কান্নান, আলাদাইন, জিতিন, থোই
রিজার্ভ: মির্শাদ, গুইয়ের্মো, নেস্তর, পার্থিব, মাকার্টন, রবিন, রিদিম, কেবি, ফাল্গুনী, শিঘিল