ভিডিয়ো: বড় দাদা নাকি সহকর্মী? বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ধোনিImage Credit source: Getty Images
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরেই নেতৃত্বে হাতেখড়ি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli)। মাহিকে বড় দাদার মতো দেখেন বিরাট। তাঁদের সম্পর্ক শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অনেকটা সময় ভারতের জার্সিতে একসঙ্গে খেলেছেন। তাঁদের বন্ডিং সকলের নজর কাড়ে বরাবর। বিরাটকে খুব ভালো বোঝেন ধোনি। যে কারণে অবসর নেওয়ার পর বিরাটের হাতে ভরসা করে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি। তাঁদের অনেকে একসঙ্গে ‘মাহিরাট’ বলে ডাকেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? উত্তরে কী বলেছেন মাহি?
বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মাহি বলেন, ‘আমরা ২০০৮-০৯ সাল থেকে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বয়সের ফারাক রয়েছে। তাই আমি জানি না যে এটাকে কী বলব, আমি ওর বড় দাদার মতো বা সহকর্মী বা অন্য কিছু নামেও ডাকতে পারেন। তবে দিনের শেষে আমরা সতীর্থ। আপনারা জানেন, আমরা ভারতের হয়ে অনেক দিন ধরে খেলেছি। বিশ্ব ক্রিকেটের সেরাদের কথা উঠলে তাদের মধ্যে একজন ও (বিরাট)।’
এই খবরটিও পড়ুন
Dhoni and ViratKohli relationship ❤️
– The Mahirat duo! 💥
Dhoni #ViratKohli
#ThalaDharisanam #IPLonJioCinema TATAIPL#Rohitsharma #Msd pic.twitter.com/Ov0iVvyYh2— SubashMV (@SubashMV5) August 31, 2024
২২ গজে বিরাট-ধোনির একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে। আইপিএলের সময় তাঁদের টিম আলাদা হলেও (বিরাট খেলেন আরসিবিতে, ধোনি খেলেন সিএসকেতে) প্রায়শই একসঙ্গে খুনসুটিও করতে দেখা গিয়েছে। ধোনিকে বড় দাদার মতোই সম্মান করেন, শ্রদ্ধা করেন বিরাট। এর আগে কোহলি যখন টেস্টের নেতৃত্ব ছেড়েছিলেন, সেই সময় জানিয়েছিলেন ধোনিই একমাত্র ব্যক্তি, যিনি কোহলি নেতৃত্ব ছাড়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর থেকেও বোঝা যায় ধোনির কতটা কাছের মানুষ বিরাট।