দলীপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব


দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ব্যাটার। সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে লাল-বলে প্রস্তুতি সারাই লক্ষ্য ছিল। টি-টোয়েন্টিতে জাতীয় দলের ক্যাপ্টেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারও। কিন্তু কেরিয়ারে টেস্ট খেলেছেন মাত্র একটি। বাংলাদেশ সিরিজ দিয়েই টেস্টে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন সূর্যকুমার যাদব। সেই লক্ষ্যে সদ্য বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলেছেন। সেখানেই চোট। আর সেই চোটই ছিটকে দিল সূর্যকুমার যাদবকে।

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। দলীপ ট্রফির প্রথম রাউন্ড শুরু বৃহস্পতিবার। মনে করা হচ্ছে, প্রথম রাউন্ডের পরই বাংলাদেশ সিরিজের স্কোয়াড বেছে নেওয়া হবে। সূর্যকুমার যাদবের স্বপ্নে বড় ধাক্কা। বুচি বাবুর প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করলেও ৩০ রান করেছিলেন মাত্র। তামিলনাডু একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান। তখন থেকেই আশঙ্কা ছিল, সূর্যকে আদৌ দলীপের প্রথম রাউন্ডে পাওয়া যাবে কিনা।

সূর্যকুমার যাদব রয়েছেন ভারত সি টিমে। অনন্তপুরে গ্রিনটপে নামার কথা ছিল সূর্যকুমারের। ফলে শুধু বাংলাদেশ সিরিজই নয়, অস্ট্রেলিয়া সফরের একটা মহড়া সেরে নেওয়ার সুযোগ ছিল। এর আগে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ, উমরান মালিকরা ছিটকে গিয়েছিলেন। বিশ্রাম বাড়িয়ে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজার। এ বার ছিটকে গেলেন সূর্যকুমার যাদব।

এই খবরটিও পড়ুন

বোর্ডের পক্ষ থেকে সূর্যকুমারকে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার। সেখানেই রিহ্যাব প্রোগ্রাম চলবে তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি রয়েছে। প্রত্যাশা করা যায়, তার অনেক আগেই ফিট হয়ে উঠবেন সূর্যকুমার যাদব।

Leave a Reply