প্যারিসে দুরন্ত রাকেশ-শীতলা, তিরন্দাজিতে ব্রোঞ্জ এল ভারতের ঘরে


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিকের তিরন্দাজিতে ব্রোঞ্জ পেলেন ভারতের রাকেশ কুমার এবং শীতলা দেবী। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ভারতের রাকেশ-শীতলা হারান ইটালির মাতেও বোনাসিনা ও এলেওনোরা সারতিকে। ভারতের মিক্সড টিম ১৫৬-১৫৫ পয়েন্টে ম্যাচ জেতেন।
এর আগে ভারতীয় জুটি হার মানেন ইরানের ফাতেমা ও হাজি নরির কাছে। সেমিফাইনালে পয়েন্ট ছিল ১৫২-১৫২। শুট অফে হার মানেন ভারতীয় জুটি।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Leave a Reply