স্টাফ রিপোর্টার: বর্ষসেরা ক্রিকেটার অনুষ্টুপ। জীবনকৃতির সম্মান পাচ্ছেন প্রণব রায়। আগামী ১৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখান অনুষ্টুপ-প্রণবদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।
গত কয়েক মরশুমেই বাংলার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নাম হল অনুষ্টুপ মজুমদার। বাংলা যখনই বিপদে পড়েছে, তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন অনুষ্টুপ। গতবার রনজিতেও পাঁচশোর উপর রান করেছিলেন অনুষ্টুপ। রনজিতে বাংলার হয়ে সবচেয়ে বেশি রান তাঁরই ছিল। গড় ষাটের উপর। স্বাভাবিকভাবেই তাঁকেই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেন্টলম্যান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হচ্ছে অভিষেক পোড়েলকে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রূপঙ্করের গান।
[আরও পড়ুন: ‘এখনই থামব না…’ লক্ষ্য আরও ট্রফি জয়, কোন মন্ত্রে নিজেকে উদ্বুদ্ধ করছেন অধিনায়ক রোহিত?]
এর বাইরে অবশ্য বাংলা টিম নিয়ে একটা খবর থাকছে। দুবরাজপুরে বেশ কিছু দিন ক্যাম্প করে এসেছে বঙ্গ টিম। দিন কয়েকের বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। এদিন থেকেই আবার পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল। ইডেনে ইন্ডোরে ফের প্রস্তুতি শুরু করে দিলেন অনুষ্টুপরা। আপাতত সেখানেই সপ্তাহ দু’য়েক ট্রেনিং চলবে। একইসঙ্গে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলারও ভাবনা রয়েছে বঙ্গ টিম ম্যানেজমেন্টের। যা শোনা যাচ্ছে, তাতে পাঞ্জাবের সঙ্গে তিনটে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা।
২০ সেপ্টেম্বর শহরে চলে আসছে পাঞ্জাব। কল্যাণীতে তিনটে ম্যাচ খেলা হবে। তারপরই প্রথম ম্যাচের জন্য রনজির চূড়ান্ত দল নির্বাচন করবে বাংলা। উত্তরপ্রদেশ ম্যাচ দিয়ে এবারের রনজি অভিযান শুরু করবে বাংলা। গতবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল টিমকে। এবার অবশ্য দলের ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী সকলেই।
[আরও পড়ুন: শাকিবের সামনে ফের টাইমড আউটের ‘সুযোগ’! পড়িমরি করে মাঠে ঢুকলেন পাকিস্তানের আবরার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));