ভীতুদের দল একদম পছন্দ নয়! সিরিয়ার কাছে হারতেই লিস্টনদের তোপ মানোলোর


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম টুর্নামেন্টে ট্রফি জিততে পারেননি। তার পরেই দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগরে দিলেন মানোলো মার্কেজ। খেলা শেষের পরই ফুটবলারদের সরাসরি ‘ভীতু’ বলে তোপ দেগেছেন তিনি। তবে বিরতির পরে যেভাবে কামব্যাক করেছে মেন ইন ব্লু, সেই পারফরম্যান্সে খুশি নতুন কোচ।

সদ্যসমাপ্ত ইন্টারকন্টিনেন্টাল কাপের দুটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারত। গতবারের চ্যাম্পিয়ন ভারত ড্র করেছিল মরিশাসের বিরুদ্ধে। ট্রফি জিততে হলে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ভারতকে। কিন্তু সেই ম্যাচে হতশ্রী পারফরম্যান্স মেন ইন ব্লুর। ৩-০ গোলে সিরিয়ার কাছে হেরে যায় ভারত। প্রথমার্ধে কার্যত আত্মসমর্পণ করে ভারতের ডিফেন্স। দ্বিতীয়ার্ধে খানিকটা ঘুরে দাঁড়ালেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া হয় ভারতের।

[আরও পড়ুন: পাকিস্তান সিরিজ অতীত, ভারত সফরের নতুন চ্যালেঞ্জে মন দিচ্ছেন লিটন

জাতীয় দলের কোচের যাত্রাটা একেবারেই ভালো ভাবে শুরু হয়নি মানোলোর। সিরিয়ার বিরুদ্ধে হারের পর ফুটবলারদের উপরেই ক্ষোভ উগরে দেন তিনি। সাফ জানিয়ে দেন, “প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে খুব রাগ হয়েছিল। যারা ভয়ে ভয়ে খেলে সেরকম দল আমার মোটেই পছন্দ নয়। প্রথমার্ধে আমরা ভয়ে সিঁটিয়ে ছিলাম। সিরিয়াকে আটকাতে পারিনি।” উল্লেখ্য, বিরতির আগে এক গোলে এগিয়ে যায় সিরিয়া।

তবে ভারতের কোচ মনে করছেন, দ্বিতীয়ার্ধে অনেক ভালো ফুটবল খেলেছে দল। তাতে যথেষ্ট খুশি তিনি। যদিও বিরতির পরেই দুটি গোল করেছেন সিরিয়ার ফুটবলাররা। তবে মানোলো সন্তুষ্ট, কারণ গোলের সুযোগ তৈরি করেছিলেন লিস্টন কোলাসোরা। কিন্তু ভারতের সুযোগগুলোকেই কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাকে বাজিমাত করে ফেলে সিরিয়া। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধে দলের খেলায় খুশি মানোলো। তবে গোল করতে না পারার আফশোস যাচ্ছে না তাঁর।

[আরও পড়ুন: পুড়িয়ে মেরেছেন অলিম্পিয়ান প্রেমিকাকে, চারদিন পরে আগুনে ঝলসে মৃত্যু যুবকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ



Leave a Reply