প্রসূন বিশ্বাস: বারাকপুরে প্রবল বৃষ্টি। ধৈর্য ধরেও মহামেডান-ভবানীপুর ম্যাচ শেষ করতে পারলেন না রেফারিরা। প্রবল বৃষ্টির জেরে ম্যাচ স্থগিত করে দেওয়া হল। ম্যাচ বাতিলের আগে প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল। তাতে কোনও গোল হয়নি। এর আগে লিগ পর্বেও মহামেডানের একটি ম্যাচে একইভাবে বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচ সম্পন্ন হয় দুদিনে।
গত তিন মরশুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থা নয় মহামেডানের। সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এ-তে তৃতীয় হয়েছে হাকিম সেগেন্ডোর ছেলেরা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ডহারবার তাদের থেকে ১৩ পয়েন্ট বেশি পেয়েছে। এমনকী প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলেতে আসা সুরুচি সংঘের সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট। যা মহামেডানের থেকে পাঁচ পয়েন্ট বেশি। এমন পরিস্থিতি থেকে এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে, সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের।
[আরও পড়ুন: ‘সোয়্যাগ’ দেখিয়ে অলিম্পিকে পদক, অক্টোবরে ভারতে তুরস্কের সেই ‘ভাইরাল’ শুটার]
অন্যদিকে সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দারুণ ছন্দে রয়েছে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে গ্রুপ বি-থেকে সুপার সিক্সে উঠে এসেছে তারা। গ্রুপ পর্বে তারা একটি মাত্র ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। একটিতে ড্র করেছে। এদিনও ম্যাচের যে ৪৬ মিনিট খেলা হয়েছিল, তাতে তুই দল তুল্যমূল্য লড়াই করেছে।
[আরও পড়ুন: ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, আপাতত শ্রীলঙ্কার কোচ জয়সূর্যই]
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচের বাকি ৪৫ মিনিট খেলা হবে। যদিও আইএফএর তরফে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।