শেষ মুহূর্তে দলবদল, দলীপ ট্রফিতে কামব্যাকেই সেঞ্চুরি ঈশান কিষাণের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া সি ও বি। অন্য ম্যাচে ইন্ডিয়া এ-র সামনে ডি দল। প্রথম পর্বের দুটি ম্যাচে নেমেছিলেন একাধিক প্রথম সারির ক্রিকেটার। তবে এদিনের ম্যাচে ছিলেন না ঋষভ পন্থ, শুভমান গিলরা। কিন্তু আচমকা প্রত্যাবর্তন ঘটিয়ে সেঞ্চুরি করে গেলেন ঈশান কিষাণ।

কিন্তু ঈশানের দলীপে অন্তর্ভুক্তি নিয়ে প্রথমে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে তিনি ছিলেন ইন্ডিয়া ডি দলে। যদিও চোটের জন্য তাঁকে বাদ দেওয়া হয়। এর আগে বুচিবাবু টুর্নামেন্টে তিনি দুরন্ত ফর্মে ছিলেন। ফলে ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়, সুস্থ হলে ঈশানকে দলীপ ট্রফিতে ফিরিয়ে আনার জন্য। সেই আবেদনে যেন একপ্রকার সাড়াই দিল বিসিসিআই। আচমকাই দলীপে প্রত্যাবর্তন হল ভারতীয় দলের উইকেটকিপারে। কিন্তু সেটা ডি দলের হয়ে নয়, বরং সি দলের হয়ে।

[আরও পড়ুন: হরমনপ্রীতের ২০০ গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত]

এদিন অনন্তপুরের স্টেডিয়ামে ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরু থেকে ভালো ব্যাট করা শুরু করেন সি দলের সাই সুদর্শন (৪৩), রজত পাতিদাররা (৪০)। কিন্তু মুকেশ কুমারের (৭৬/৩) বলে হাতে চোট পান রুতুরাজ গায়কোয়াড়। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও পরে অবশ্য ফিরে আসেন। অপরাজিত আছেন ৪৬ রানে। কিন্তু বাকিটা শুধু ঈশান কিষাণের দাপট। ১৪টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে তিনি করে যান ১১১ রান। যোগ্য সঙ্গ দেন বাবা ইন্দ্রজিৎ (৭৮)। প্রথম দিনের শেষে ইন্ডিয়া সি দলের রান ৫ উইকেট হারিয়ে ৩৫৭।

[আরও পড়ুন: ফের টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরণ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তনের দাবি রোনাল্ডোর]

দলীপ ট্রফির অন্য ম্যাচে ইন্ডিয়া এ দলের মুখোমুখি ডি দল। সেখানে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এ দলের রান ২৮৮। শুরুর দিকে একের পর এক উইকেটে হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। দুরন্ত বোলিং করেন ডি দলের হর্ষিত রানা (৪৯/২), কাভেরাপ্পা (৩০/২) ও অর্শদীপ সিং (৭৩/২)। যদিও এ দলের ত্রাতা হয়ে ওঠেন সামস মুলানি। ৮৮ রানে অপরাজিত আছেন তিনি। তনুশ কোতিয়ানও ৫৩ রান করে এ দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

Leave a Reply