সামনে ১০ টেস্ট, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারে ভারত?


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছমাস পরে ফের টেস্টে ফিরছে ভারত। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে পাখির চোখ করেই খেলতে নামবে রোহিত ব্রিগেড। গত দুবার ফাইনালে উঠেও টেস্টে বিশ্বসেরার খেতাব হাতছাড়া হয়েছে। তাই তৃতীয়বার ফাইনালে উঠে ট্রফি জিততে মরিয়া মেন ইন ব্লু। তার জন্য় আগামী দশটা টেস্টে কেমন ফলাফল করতে হবে ভারতীয় দলকে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, আপাতত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনালে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তবে ফাইনালে ওঠার আগে তিনটি টেস্ট সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে বাংলাদেশ (দু’টি টেস্ট), নিউ জ়িল্যান্ড (তিনটি টেস্ট) ও বিদেশে অস্ট্রেলিয়ার (পাঁচটি টেস্ট) বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। যদি ১০ টি টেস্টেই ভার‍ত জিতে যায় তাহলে সর্বাধিক ৮৫.০৯ শতাংশ পয়েন্ট পাবে ভারত।

[আরও পড়ুন: হরমনপ্রীতের ২০০ গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত]

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে প্রত্যেকটি ম্যাচ না জিতলেও হবে মেন ইন ব্লুর। ২০২৩ সালের ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ধরে নেওয়া যায়, ৬০ শতাংশ পয়েন্ট পেলেই আবারও ভারত ফাইনালে জায়গা করে নেবে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে ভারতকে কমপক্ষে পাঁচটি টেস্টে জিততেই হবে। ৬টি ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬৪.০৩ শতাংশ। সাতটি টেস্ট জিতলে ৬৮.৫২ শতাংশে পৌঁছে যাবে ভারতের পয়েন্ট।

ভারতের প্রতিপক্ষ কে হতে পারে? পয়েন্ট তালিকা অনুযায়ী, গত দুবারের চ্যাম্পিয়নদের মধ্যে একটি দলের মুখোমুখি হতে হবে ভারতকে। অর্থাৎ ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগামী দিনে ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। সেখান থেকে সর্বাধিক ৭৬.৩২ শতাংশ পয়েন্ট পেতে পারেন প্যাট কামিন্সরা। ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ডও। তিনটি সিরিজ থেকে সর্বোচ্চ ৭৮.৫৭ শতাংশ পয়েন্ট পেতে পারে ব্ল্যাক ক্যাপসরা। সেক্ষেত্রে ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ডও।

[আরও পড়ুন: ফের টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরণ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তনের দাবি রোনাল্ডোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ



Leave a Reply