সুরুচিকেও গোলের মালা, কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গল


ইস্টবেঙ্গল: ৫ (আমন ২, বিষ্ণু, জেসিন, মহম্মদ রোশাল)
সুরুচি সংঘ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল বা ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অবস্থা যাই হোক না কেন, কলকাতা লিগে লাল-হলুদের রিজার্ভ দল ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতোই। মঙ্গলবার ঘরোয়া লিগের সুপার সিক্স পর্বে সুরুচি সংঘকে গোলের মালা পরালেন সায়ন, জেসিন, আমনরা।

ঘরোয়া লিগে সেই গ্রুপ পর্ব থেকেই ঝকঝকে ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। সুপার সিক্স পর্বেও সেই ধারা অব্যাহত। মঙ্গলবার নিজেদের মাঠে সুরুচির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতল ৫-০ গোলে। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে দাপট দেখানো শুরু করেন বিনো জর্জের ছেলেরা। তরুণ ইস্টবেঙ্গল ফুটবলারদের গতি আর স্কিলের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন সুরুচির ফুটবলাররা।

ইস্টবেঙ্গলের প্রথম গোলটি এল ম্যাচের ৯ মিনিটেই। দুর্দান্ত দক্ষতায় গোল করলেন আমন। ১৭ মিনিটে ফের গোল পায় লাল-হলুদের রিজার্ভ দল। এবার গোল করেন পিভি বিষ্ণু। মিনিট নয়েক বাদে ফের গোল করেন জেসিন টিকে। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আমন। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি খানিকটা কমে। সুরুচিও আক্রমণ তৈরির চেষ্টা করে। কিন্তু ৭২ মিনিটে গোলরক্ষকের ভুলে দুর্দান্ত গোল পেয়ে যান মহম্মদ রোশাল।

এই জয়ের ফলে কলকাতা লিগে ১৪ ম্যাচে ৪০ পয়েন্টে দাঁড়াল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লাল-হলুদ শিবির। লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ডহারবার। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট কিবু ভিকুনার দলের। সমসংখ্যক ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে কিছুটা দূরে রয়েছে ভবানীপুর এফসি। যে ভাবে ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে একের পর এক ম্যাচ জিতে চলছে, তাতে বড় কোনও অঘটন না ঘটলে লাল-হলুদের লিগ জয় সময়ের অপেক্ষা।

Leave a Reply