হকিতে চক দে… চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ভারত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার হকিতে ভারতের রাজত্ব। গতবারের মতো এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দখলে রাখল ভারত। চিনের মাটিতে তাদেরকেই হারিয়ে তেরঙ্গা পতাকা পুঁতে দিলেন হরমনপ্রীতরা। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। যুগরাজের গোলে ফাইনালে তারা চিনকে হারাল ১-০ ব্যবধানে।

মাস খানেক আগে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরমনপ্রীতরা। এশিয়া সেরার প্রতিযোগিতাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। গ্রুপ পর্যায়ে চিন, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্তান, জাপান সব দলই পর্যুদস্ত হয়েছে ভারতের কাছে। সেমিফাইনালে একতরফা লড়াইয়ে ফের হারিয়েছিল কোরিয়াকে। আর ফাইনালে সুখজিৎরা আবার হারালেন চিনকে।

তবে গ্রুপ পর্বের মতো এদিনের ম্যাচটা সহজ হল না। গোটা ম্যাচ জুড়ে আধিপত্য রাখলেও সহজে গোলের দেখা মেলেনি। একের পর এক আক্রমণ শানিয়ে যান মণদীপ-আড়াইজিৎরা। কিন্তু চিনের মরিয়া ডিফেন্সকে ভাঙা সহজ হয়নি। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বরং প্রথমার্ধে দুয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ করেন চিনের প্লেয়াররা। ভালো সেভ করেন গোলকিপার কৃষাণ পাঠক।

প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে বরং বেশ কয়েকবার ভারতকে বেগ দিয়েছিল চিন। বলের দখলেও তারা এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি কোনও দল। শেষ পর্যন্ত গোলের মুখ খোলেন যুগরাজ সিং। ম্যাচের তখন আর ৯ মিনিট বাকি। অভিষেকের থেকে বল ধরে যুগরাজের দুরন্ত শটে ভেঙে পড়ে চিনের যাবতীয় প্রচেষ্টা। শেষ পর্যন্ত ওই এক গোলই ব্যবধান গড়ে দেয়। চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আরও একবার জিতে নিল ভারত। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply