৬৩২ দিন টেস্টে প্রত্যাবর্তন পন্থের, বাংলাদেশের বিরুদ্ধে ৩ পেসারে নামছে ভারত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক গুণে গুণে ৬৩২ দিন। ঠিক ৬৩২ দিন পর লাল বলের পৃথিবীতে আবার ফিরতে চলেছেন ভারতীয় উইকেটকিপার-ব‌্যাটার ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর এই প্রথম। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ভারতীয় দলে প্রত‌্যাবর্তন করে পন্থ ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। আইপিএল খেলেছেন। খেলেননি শুধু টেস্ট।

বৃহস্পতিবার সেই স্বপ্নপূরণও হয়ে হয়ে গেল পন্থের। আশ্চর্যের হল, দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আগে পন্থ যে টিমের বিরুদ্ধে শেষ যে টেস্ট খেলেছিলেন, সেটা বাংলাদেশই ছিল। আবার লালবলের ক্রিকেটে তাঁর প্রত‌্যাবর্তনও হল সেই বাংলাদেশের বিরুদ্ধে। একই ভাবে প্রত্যাবর্তন হল কে এল রাহুলেরও। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন না। সেদিক থেকে দেখতে গেলে তারও প্রত্যাবর্তন হল।

চমকপ্রদভাবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ৩ পেসার নিয়ে নামছে ভারত। চেন্নাইয়ের মাঠে খানিক মেঘলা আকাশ পেসারদের সহযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে। সেজন্যই বুমরাহ, সিরাজের পাশাপাশি দলে রয়েছেন আকাশদীপও। দুই স্পিনার হিসাবে খেলছেন জাদেজা এবং অশ্বিন। বাংলাদেশও এদিন নামছে ৩ পেসার নিয়েই। তাঁদের প্রথম একাদশেও রয়েছে দুই স্পিনার অল-রাউন্ডার। এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
বাংলাদেশের প্রথম একাদশ:
শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

Leave a Reply