পঁচিশের আইপিএলে ঋষভ পন্থের ঠিকানা বদলাবে? সৌরভের DC থেকে বড় আপডেট…


পঁচিশের আইপিএলে ঋষভ পন্থের ঠিকানা বদলাবে? সৌরভের DC থেকে বড় আপডেট…Image Credit source: PTI

কলকাতা: একদিকে দেশের মাটিতে চলছে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। আজ, শনিবার চিপকে শতরান করেছেন ঋষভ পন্থ। তারই মাঝে পন্থের আইপিএল টিম নিয়ে আলোচনা। আসলে ভারতীয় ক্রিকেট মহলে এই মুহূর্তে থেকে থেকেই চলছে আইপিএলের নিলাম নিয়ে আলোচনা। কয়েকদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবির আগামী আইপিএলের আগে ছেড়ে দেবে ক্যাপ্টেন ঋষভকে (Rishabh Pant)। এ বার অবশ্য অন্য খবর পাওয়া গিয়েছে।

এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস ছাড়ছে না ঋষভ পন্থকে। ক্যাপ্টেনকে সামনে রেখেই আগামী আইপিএলের টিম গড়বে তারা। সম্প্রতি মুম্বইয়ে ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক পার্থ জিন্দালের সঙ্গে এক বৈঠক হয়েছিল পন্থের। সেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, টিম রিটেইন করবে তাঁকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১১১টি ম্যাচ খেলেছেন পন্থ। তাতে ৩২৮৪ রান করেছেন। সর্বাধিক ১২৮*। আইপিএলে দিল্লির হয়ে তাঁর ১টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে।

এই খবরটিও পড়ুন

দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন ১৬ কোটি টাকা পান পন্থ। বোর্ডের পক্ষ থেকে রিটেনশন নিয়ম এখনও প্রকাশ করা হয়নি। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী পঁচিশের আইপিএলের জন্য পন্থের স্যালারি দিল্লি শিবিরে বাড়তেও পারে। সময় এলেই তা জানা যাবে। এ বার প্রশ্ন হল, পন্থ ছাড়া আর কোনও ক্রিকেটারকে রিটেইন করতে পারে দিল্লি। উঠে আসছে অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং তারকা বোলার কুলদীপ যাদবের নাম। যদি বোর্ডের পক্ষ থেকে ৫ ক্রিকেটার রিটেইন করার নিয়ম জানানো হয়, সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার হিসেবে জ্যাক ফ্রেসার ম্যাকগুরুক ও ত্রিস্তান স্টাবসকে রাখতে পারে দিল্লি।

Leave a Reply