বাংলাদেশ হার বাঁচাতে পারে! উপায় বলে দিলেন তামিম ইকবাল


বাংলাদেশ কি চেন্নাই টেস্টে হার বাঁচাতে পারবে? পরিস্থিতি বলছে, না। ম্যাচের এখনও দু-দিন বাকি। বাংলাদেশের টার্গেট ৫১৫ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলে নিয়েছে বাংলাদেশ। হাতে ৬ উইকেট থাকলেও এখান থেকে হার বাঁচানো কার্যত অসম্ভব। বিশেষ করে ম্যাচের এখনও দু-দিন বাকি থাকায়। চতুর্থ ও পঞ্চম দিন ব্যাটিং আরও কঠিন হবে। ফলে ড্রয়ের ভাবনাও সরিয়ে রাখাই শ্রেয়। তবে হার বাঁচানোর একটা উপায় রয়েছে, এমনটাই মনে করছেন বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার তামিম ইকবাল।

চেন্নাই টেস্টের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। পেস সহায়ক পিচে টস জিতে বোলিং নেওয়া, ৯৬ রানের মধ্যে ভারতের ৪ ব্যাটারকে ফেরানো, সবই ঠিক চলছিল। যশস্বী জয়সওয়াল হাফসেঞ্চুরি করেন। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার অনবদ্য জুটি। অশ্বিন সেঞ্চুরি করেন। অল্পের জন্য মিস জাডেজার। তবে জুটিতে ১৯৯ রান যোগ করেন তাঁরা। শেষ অবধি প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত।

ভারতীয় পেসারদের দাপটে বাংলাদেশ প্রথম ইনিংসে শুরুতে ব্যাকফুটে ছিল। তাদেরও দুর্দান্ত একটা জুটি হচ্ছিল দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও লিটন দাসের। দু-জনই দায়িত্বজ্ঞানহীন শট বাছাইয়ে কার্যত উইকেট ছুড়ে দিয়ে আসেন। বাংলাদেশ অলআউট মাত্র ১৪৯ রানেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ইতিবাচক শুরু দেন দুই ওপেনার শাদমান ইসলাম ও জাকির হাসান। ওপেনিং জুটিতে ওঠে ৬২। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের সেরা ওপেনিং পার্টনারশিপ। তবে অনবদ্য ফিল্ডিংয়ে ম্যাচের মোড় ঘোরায় ভারত। ম্যাচ জিততে বাংলাদেশের এখনও প্রয়োজন ৩৫৭ রান। ভারতের চাই ৬টি উইকেট টেকিং ডেলিভারি।

এই খবরটিও পড়ুন

বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল এই সিরিজে ধারাভাষ্যে অভিষেক করলেন। তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৪০ মিনিটের আগেই শেষ হয়ে যায়। এটাই তামিমের কাছে বড় ভরসা। হার বাঁচানোর উপায় হিসেবে সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, ‘এখান থেকে আশা করা যায়, টানা ৭২ ঘণ্টা প্রবল বৃষ্টি হোক!’ তৃতীয় দিনের খেলা দ্রুত শেষ হওয়ার কারণ মন্দ আলো। চেন্নাইয়ের আকাশে মেঘই এখন বাংলাদেশের ভরসা!

Leave a Reply