ভাই শান্ত হও… মাঝ মাঠে ঋষভকে এমনটা কেন বললেন শুভমন?


ভাই শান্ত হও… মাঝ মাঠে ঋষভকে এমনটা কেন বললেন শুভমন?Image Credit source: BCCI

কলকাতা: চিপকে শনিবার টিম ইন্ডিয়ার দুই তরুণ তুর্কি বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। প্রথমে ঋষভ পন্থ ও তারপর শুভমন গিল। চেন্নাইয়ের গ্যালারিকে মাতিয়ে রেখেছিলেন তাঁরা। পন্থ ১০৯ রানের ইনিংস খেলে ফেরার পর শুভমন ১১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। রোহিত শর্মা ৪ উইকেটে ২৮৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন। দিনের খেলার শেষে প্রেস কনফারেন্সে আসেন টিম ইন্ডিয়ার প্রিন্স শুভমন গিল (Shubman Gill)। সেখানে তিনি মাঠে পন্থের সঙ্গে তাঁর এক কথোপকথনের কথা শেয়ার করেন। যেখানে তিনি উল্লেখ করেন, পন্থকে এক সময় শান্ত হতে বলেছিলেন তিনি। কী এমন হয়েছিল, যে কারণে ঋষভকে (Rishabh Pant) শান্ত হওয়ার কথা বলতে হল গিলকে?

আসলে কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন ক্রিজে থাকা ক্রিকেটাররা বাউন্ডারি, ওভার বাউন্ডারি, হাফসেঞ্চুরি, সেঞ্চুরি করার পর একে অপরকে শুভেচ্ছা জানান, সেলিব্রেট করেন ক্রিজের মাঝে এসে। চিপকে তৃতীয় দিনের খেলা চলার সময় পন্থ ও গিল বাউন্ডারি মারার পরও ক্রিজের মাঝে আসছিলেন। সেই সময় বাধ্য হয়ে ঋষভকে শান্ত হওয়ার কথা বলেন গিল। এই প্রসঙ্গে শুভমন প্রেস কনফারেন্সে বলেন, ‘আমি ওকে এমনটা বলেছিলাম কারণ যে ব্যাটটায় আমি খেলছিলাম, সেটা দিয়ে ইংল্যান্ড সিরিজে খেলেছিলাম। ফলে আমার ব্যাটটা বেশ পুরনো হয়ে গিয়েছিল। আর পন্থ আমার ব্যাটে জোরে এসে ঠুকছিল। আমি আমার ব্যাটটা ঠিক রাখার চেষ্টা করছিলাম। আর ও প্রতিবারই মাঝ খানে বেশ জোরেই মারছিল। এরপরই ওকে বলতে বাধ্য হই, আর এমনটা করব না। ভাই শান্ত হও!’

এই খবরটিও পড়ুন

ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেটে গিল ও পন্থ জুটিতে ১৬৭ রান করেন। টিম ইন্ডিয়ার দুই ইনিংস মিলিয়ে চিপকে মোট ৩টি সেঞ্চুরি হয়েছে। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ১৩৩ বলে ১১৩ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে শুভমন গিল ও ঋষভ পন্থ শতরান করেন। সেই সুবাদে ৫১৫ রানের বড় টার্গেট পেয়েছে বাংলাদেশ।



Leave a Reply