Hardik Pandya: ভিডিয়ো: দূর-দূরান্তে নেই নাতাশা, ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে হার্দিকের মুখে চওড়া হাসি
কলকাতা: রবি-সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এক নতুন ভিডিয়ো। সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে থেকে থেকেই আলোচনা হয়। তাঁরা একে অপরের থেকে আলাদা হয়েছেন ঠিকই। কিন্তু তাঁদের একমাত্র ছেলে অগস্ত্যর জন্য একটা কানেকশন তাঁদের রয়ে গিয়েছে। এ বার হার্দিককে দেখা গেল ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে হাসিমুখে। ভিডিয়োর দূর-দূরান্তে নাতাশাকে দেখা যায়নি।
এ বছরের ১৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও নাতাশা একসঙ্গে তাঁদের ডিভোর্সের খবর শেয়ার করেছিলেন। সেখানে তাঁরা এও জানিয়েছিলেন যে তাঁদের ছেলে অগস্ত্য দু’জনের ভালোবাসাই পাবে। হার্দিক-নাতাশার বিচ্ছেদের পর অগস্ত্য মায়ের সঙ্গে দীর্ঘদিন সার্বিয়ার ছিল। তারপর চলতি সেপ্টেম্বরে নাতাশা ছেলেকে নিয়ে মুম্বইয়ে ফেরেন। তারপর হার্দিকের দাদা ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা তাঁর ছেলে কবীর ও অগস্ত্যর ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। এ বার সোশ্যাল মিডিয়ায় হার্দিকের সঙ্গে তাঁর ছেলের এক নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে।
এই খবরটিও পড়ুন
সেই ভাইরাল ভিডিয়োতে ভারতীয় অলরাউন্ডারকে দেখা যায়, একদিকে তাঁর ছেলে অগস্ত্য ও অপরদিকে দাদা ক্রুণালের ছেলে কবীরকে কোলে নিয়ে একটি গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছেন। একটু পর অগস্ত্য ও কবীরকে নিয়ে সেই গাড়ির দরজার সামনে পৌঁছে যান হার্দিক। তাঁর মুখে ছিল চওড়া হাসি। যা দেখে বোঝাই যাচ্ছিল ছেলেকে কাছে পেয়ে হার্দিক ঠিক কতটা খুশি।
Reunited 🥹🫶🤍 pic.twitter.com/szZ2PpBCcl
— Hardiklipsa (@93Lipsa) September 21, 2024
ছেলে অগস্ত্যর জন্য বরাবরই আবেগ প্রকাশ করতে দেখা গিয়েছে হার্দিককে। ছোট্ট অগস্ত্য যখন তাঁর মা-বাবার বিচ্ছেদের পর নাতাশার সঙ্গে সার্বিয়া যাচ্ছিল, সেই সময় খুদের চোখে-মুখে ফুটে উঠেছিল কষ্ট। বাবার সঙ্গে তারও যে আলাদা টান রয়েছে। তাই বাবাকে কাছে পেয়ে অগস্ত্যও বেজায় খুশি। ভিডিয়োতে সেটাও দেখা গিয়েছে।