শীঘ্রই ভারতের মাটিতে অলিম্পিক দেখবে বিশ্ব! আমেরিকায় বড় বার্তা মোদির


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের জন্য আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কোয়াডের সামিট বৈঠকে অংশ নিয়েছেন তিনি। পরে নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর মুখে শোনা যায় ভারতে অলিম্পিক আয়োজনের কথা। জানিয়ে দেন, ২০৩৬-র অলিম্পিক এদেশে অনুষ্ঠিত করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভারত।

মাস দেড়েক আগে শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সেখানে ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। যদিও তার পরের প্যারালিম্পিকে অনেক বেশি সাফল্য পেয়েছে ভারত। ৭টি সোনাসহ জিতেছে ২৯টি পদক। পরের অলিম্পিকের আসর বসছে আমেরিকাতেই। ২০২৮-র অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে। আর সেই দেশে দাঁড়িয়ে মোদি বড় বার্তা দিলেন ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন নিয়ে।

তিনি বলেন, “ভারত বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্নকে ধাওয়া করে। কয়েক দিন আগেই প্যারিসে অলিম্পিক হয়েছে। পরের অলিম্পিক আমেরিকায়। খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে অলিম্পিক দেখবে বিশ্ব। ২০৩৬-র অলিম্পিক ভারতে আয়োজন করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছি আমরা।” সেই সঙ্গে তাঁর মুখে উঠে আসে আইপিএলের জনপ্রিয়তার কথাও। মোদি বলেন, “আজ আইপিএল বিশ্বের দশটি সেরা লিগের মধ্যে অন্যতম।”

তাঁর বক্তব্য, বর্তমান সরকার অ্যাথলিটদের যথেষ্ট গুরুত্ব দেয়। ক্রীড়া সংস্কৃতি ও খেলাধুলো কেন্দ্রিক সমাজ তৈরি করার পথে এখন ভারত এগোচ্ছে। যদিও এই প্রথম নয়, এর আগেও তিনি দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের কথা বলেছেন। চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদি বলেছিলেন, “দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।” ২০৩২-র অলিম্পিক অস্ট্রেলিয়ায়। তার পরের অলিম্পিকের বিড করার প্রস্তুতির কথা ফের তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply