বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঈশান বনাম জীতেশ, পাল্লা ভারি কার?
কলকাতা: কানপুর টেস্ট শুরু হওয়ার আগে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টি-২০ সিরিজের স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ৩টে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। পরপর টাইগার্সদের বিরুদ্ধে ২টো টেস্ট ম্যাচ খেলার পলে ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে টি-২০ সিরিজে প্রয়োজন অন্য উইকেটকিপার। তাতে টিম ইন্ডিয়ার প্রথম চয়েস কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। আর বিকল্প হিসেবে লড়াই জীতেশ শর্মা ও ঈশান কিষাণের।
ভারতের সামনে যেহেতু টানা ১০টি টেস্ট ম্যাচ রয়েছে, যার একটি মাত্র সদ্য শেষ হয়েছে, তাই সকল ক্রিকেটারদের ফিট রাখার কথাটা বিশেষ করে ভাবছে টিম ম্যানেজমেন্ট। একটানা খেলার ধকলও যাতে ক্রিকেটাররা সামলাতে পারেন, সেই দিকটিও টিম ম্যানেজমেন্টকেই দেখতে হবে। সেক্ষেত্রে পন্থকে যদি টেস্টের কথা ভেবে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়, তা হলে সঞ্জু স্যামসন ভারতের পছন্দের উইকেটকিপার। এরপর আসছে ঈশান কিষাণের নাম। অবশ্য তাঁকে টেক্কা দেওয়ার জন্য লাইনে রয়েছেন জীতেশ শর্মা।
অক্টোবরের শুরুতে হবে ইরানি কাপ। রেস্ট অব ইন্ডিয়া স্কোয়াডে রয়েছেন ঈশান, যা থেকে অনেকটা পরিষ্কার যে, এখনই ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের জাতীয় দলে ফেরা হচ্ছে না। টেস্ট টিমে যে ক্রিকেটাররা রয়েছেন, তাঁদের অনেককেই বিশ্রাম দেওয়া হতে পারে টি-২০ সিরিজে। ফলে জীতেশের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ পেতে পারেন ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজে। বিদর্ভের জীতেশ যদি বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পান, তা হলে অবাক হওয়ার থাকবে না।
এই খবরটিও পড়ুন
এ সপ্তাহেই ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা হতে পারে। ৬ অক্টোবর থেকে রয়েছে ভারত ও বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ। যা হবে গোয়ালিয়রে। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ দু’টি হবে যথাক্রমে অক্টোবর ৯ (নয়াদিল্লিতে) ও ১২ অক্টোবর (হায়দরাবাদে)।