Shakib Al Hasan: সাকিবের আঙুলে চোট, জানেনই না বাংলাদেশের কোচ, বললেন…Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images
কলকাতা: বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ফের একবার আলোচনায়। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন কানপুর টেস্টের জন্য। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় চেন্নাইতে আঙুলে সাকিব চোট পেয়েছিলেন। কেমন আছেন এখন তিনি? কানপুর টেস্টে তিনি খেলতে পারবেন? এই প্রশ্ন উঠছে। এরই মাঝে গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট (Test) শুরু হওয়ার আগে বাংলাদেশের (Bangladesh) কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, সাকিব আঙুলে চোট পেয়েছেন, এমনটা তিনি জানেনই না। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে আর কী বললেন সে দেশের কোচ?
আসলে চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় জসপ্রীত বুমরার এক ডেলিভারিতে আঙুলে চোট লাগে সাকিবের। তাই কানপুর টেস্টে তিনি খেলবেন কিনা সেই প্রশ্ন বাংলাদেশের কোচের সামনে রাখা হলে, তিনি বলেন, ‘ওকে নিয়ে কোনও সংশয় নেই। এই মুহূর্তে ওর চোট নিয়ে আমার কিছু জানা নেই। ফিজিয়ো বা অন্য কারও থেকে কিছু জানতেও পারিনি। ও নির্বাচনের জন্য উপলব্ধ।’
এই খবরটিও পড়ুন
I haven’t heard from my physio, he is still eligible for selection: Bangladesh head coach Chandika Hathurusinghe on injury concerns around Shakib Al Hasan ahead of second Test versus India.#IndVsBan pic.twitter.com/GLWxZgjEvw
— Press Trust of India (@PTI_News) September 25, 2024
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করেন সাকিব আল হাসান। বোলিং করেছিলেন। কিন্তু কোনও উইকেট পাননি। কানপুর টেস্টের আগে বাংলাদেশের কোচকে প্রশ্ন করা হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ? উত্তরে তিনি বলেন, ‘আমি ওর পারফরম্যান্সে হতাশ নই। পুরো দলের পারফরম্যান্স আরও ভালো হতেই পারত। আমি নিশ্চিত ও নিজেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। ওর সামর্থ্য, ক্ষমতা আমরা সকলেই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে ও সত্যিই ভালো ব্যাটিং করেছিল।’ এ বার দেখার কানপুর টেস্টে ব্যাটে-বলে সাকিব নিজেকে টিমম্যান প্রমাণ করতে পারেন কিনা।