বুমরার ১৫ ডেলিভারিতে ৪ বার আউট, কানপুর টেস্টের আগে বিপাকে বিরাট!


Virat Kohli: বুমরার ১৫ ডেলিভারিতে ৪ বার আউট, কানপুর টেস্টের আগে বিপাকে বিরাট!Image Credit source: BCCI

কলকাতা: বিরাট কোহলিকে (Virat Kohli) কানপুরে চেনা ছন্দে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাঁর অনুরাগীদের মনে। চেন্নাই টেস্টে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। প্রথম ইনিংসে ৬ রান করেন কোহলি। আর দ্বিতীয় ইনিংসে ১৭। কানপুর টেস্টের পর সামনে আরও বেশ কয়েকটি টেস্ট ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। তার আগে বিরাটের ছন্দ ফিরে পাওয়াটা জরুরি। তিনি নেটে বেশ পরিশ্রম করছেন। তবে নেটে কি তিনি সফল হচ্ছেন? গ্রিন পার্ক স্টেডিয়ামে নেট সেশনে চাপে পড়তে দেখা গিয়েছে বিরাটকে। পেস শুধু নয়, স্পিনের বিরুদ্ধেও সমস্যায় পড়েছেন কোহলি।

এখানেই শেষ নয়, কানপুর টেস্টের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, নেটে জসপ্রীত বুমরার ১৫টি ডেলিভারির মধ্যে ৪ বার আউট হয়েছেন বিরাট কোহলি। শুরুর দিকে বিরাট নেটে আত্মবিশ্বাসী ছিলেন। কয়েকটি বড় শর্টও নেন। এরপর বুমরা তাঁকে সমস্যায় ফেলতে থাকেন বেশ কয়েকবার। কোহলিকে ভারতীয় তারকা পেসার বুমরা এক ডেলিভারির পর বলতে থাকেন, ‘সামনে লেগেছে।’ আর এক ডেলিভারির পর বুমরা আবার বিরাটকে বলেন, ‘শেষেরটা তো শর্ট লেগে ক্যাচ ছিল।’ বিরাট এ কথা শুনে হালকা হেসে নিজের সমস্যার কথা স্বীকার করে নেন। এর আগে চেন্নাই টেস্টের সময় নেটে বুমরা ২ বার আউট করেছিলেন বিরাটকে।

শুধু বুমরাকে নিয়ে নেটে চাপে দেখা যায়নি বিরাটকে। ভারতের স্পিন ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেলের ডেলিভারি সামলাতেও সমস্যায় দেখা গিয়েছে বিরাটকে। জাডেজার বিরুদ্ধে ইনসাইড আউট খেলার চেষ্টা করে পরপর তিন বার মিস করেন। তাঁর চোখে মুখে এরপর হতাশা, বিরক্তি ফুটে ওঠে। অক্ষর প্যাটেল তো নেটে বিরাটকে বোল্ড আউটও করেছেন। সব মিলিয়ে বিরাটের নেট সেশন খুব ভালো কাটেনি। এ বার দেখার, আগামিকাল থেকে শুরু হতে চলা টেস্টে কেমন খেলেন বিরাট।

এই খবরটিও পড়ুন

Leave a Reply