Rishabh Pant: Fake News কেন ছড়াচ্ছ… IPL-এর দলবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন পন্থImage Credit source: PTI
কলকাতা: রাত পোহালেই কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ। সেখানে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। তার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিরক্তি প্রকাশ করলেন দেশের উইকেটকিপার-ব্যাটার। তা অবশ্য জাতীয় দলে খেলা কেন্দ্রিক নয়। তা আইপিএল (IPL) কেন্দ্রিক। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে পঁচিশের আইপিএলে পন্থের ঠিকানা দিল্লি ক্যাপিটালসের বদলে অন্য দল হতে পারে। এ বার এই আইপিএলের দলবদল নিয়ে ভুয়ো খবর ছড়ানোর ফলে বিরক্তি প্রকাশ করে রুরকির ছেলে সরব হয়েছেন নেটদুনিয়ায়।
পন্থ যেতে চান আরসিবিতে, বিরাট টিমে চান না তাঁকে — বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে এক্স হ্যান্ডেলে একজন লেখেন, জানা গিয়েছে আরসিবি নতুন ক্যাপ্টেনের খোঁজে রয়েছে। আর পন্থ তাই আরসিবি টিমে যেতে চান। আবার বিরাট কোহলি আরসিবি টিমে পন্থকে চান না। ভারতীয় টিমে এবং দিল্লি ক্যাপিটালসে ঋষভ যে ক্রিকেট নিয়ে রাজনীতি করেন, তার জন্য কোহলি তাঁকে নাকি আরসিবিতে চান না।
এক্স হ্যান্ডেলে ঋষভ পন্থ ওই ভুয়ো খবরের কমেন্টে লেখেন, ‘ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়ায় তোমরা কেন ভুয়ো খবর ছড়াও। একটু সংবেদশীল হও। অকারণে অবিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করবেন না। এটা প্রথম বার নয় এবং শেষও হবে না। তাই আমাকে এটা বলতেই হচ্ছে। অনুগ্রহ করে সব সময় প্রতি তথ্যের উৎস বার বার চেক করে নেবেন। প্রতিদিন এই বিষয় খারাপ হয়ে উঠছে। বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। এটা শুধু আপনার জন্য নয়, এটা এমন অনেক মানুষের জন্য যারা ভুল তথ্য ছড়াচ্ছে।’
Fake news . Why do you guys spread so much fake news on social media. Be sensible guys so bad . Don’t create untrustworthy environment for no reason. It’s not the first time and won’t be last but I had to put this out .please always re check with your so called sources. Everyday…
— Rishabh Pant (@RishabhPant17) September 26, 2024