অশ্বিনের কাছে গর্বের দিন। তেমনই অনিল কুম্বলের কাছেও। পরবর্তী প্রজন্ম ভারতীয় স্পিন বোলিংকে মজবুত জায়গায় রেখেছেন, গর্বিত হতেই পারেন জাতীয় দলের প্রাক্তন কোচ। ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের। রবিচন্দ্রন অশ্বিন যে গতিতে এগচ্ছেন, তাঁকে হয়তো ছাপিয়ে যেতেও পারেন। তার নিশ্চয়তা অবশ্য এখনই দেওয়া যায় না। তবে অন্য রেকর্ডে কিংবদন্তি কুম্বলেকে ছাপিয়ে গেলেন রবি অশ্বিন।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেট কুম্বলের। তিনি ৬১৯ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর ঝুলিতে ৫২৩ উইকেট। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়েছিলেন। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে ৩৭ বার ফাইফার। ম্যাচের সেরাও হয়েছিলেন। তাতেও অনিল কুম্বলেকে ছুঁয়েছেন অশ্বিন। কুম্বলের মতো অশ্বিনও ১০ টেস্টে সেরার পুরস্কার জিতেছে। এ বার এশিয়ার মাটিতে উইকেট নেওয়ার নিরিখে কুম্বলেকে ছাপিয়ে গেলেন অশ্বিন।
এই খবরটিও পড়ুন
কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। প্রথম ঘণ্টাতেই আক্রমণে আনা হয় অশ্বিনকে। লাঞ্চ ব্রেকের পরই বড় উইকেট। বাংলাদেশের হাফসেঞ্চুরির জুটি ভাঙেন অশ্বিন। ফেরান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আর এই উইকেটেই ছাপিয়ে যান কুম্বলেকে। ভারতীয় বোলারদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি উইকেট ছিল কুম্বলের। তিনি নিয়েছিলেন ৪১৯টি উইকেট। এই সংখ্যা ছাপিয়ে গিয়েছেন অশ্বিন। ম্যাচে এখনও চারদিন বাকি। হয়তো আরও কোনও রেকর্ড হতেই পারে!