কোহলির থেকেও ফিট প্লেয়ার রয়েছে ভারতে, হার্দিকের বিরাট মন্তব্য


কোহলির থেকেও ফিট প্লেয়ার রয়েছে ভারতে, হার্দিকের বিরাট মন্তব্যImage Credit source: BCCI

কলকাতা: টিম ইন্ডিয়ার সবচেয়ে ফিট ক্রিকেটার হিসেবে যাঁর নাম সকলের মুখে আসে, তিনি বিরাট কোহলি (Virat Kohli)। বছর ৩৫ এর কোহলি এখনও বিরাট কসরত করেন। ফিটনেসের সঙ্গে কোনও আপোস তিনি কখনও করেননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে খেলার প্রতি নিবেদিত প্রাণ করে এসেছেন। ইয়ো ইয়ো টেস্ট (আন্তর্জাতিক অ্যাথলিটদের ফিটনেস মাপার পরীক্ষা) হলে বিরাটের নাম ভারতীয় টিমের ক্রিকেটারদের মধ্যে উপরের দিকেই থাকে। সম্প্রতি দেশের হকি তারকা হার্দিক সিং (Hardik Singh) এক পডকাস্টে জানিয়েছেন, ভারতের ক্রিকেটারদের থেকে বেশি ফিট টিম ইন্ডিয়ার (Team India) হকি প্লেয়াররা। আর কী কী বলেছেন হার্দিক?

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস মাপার জন্য ইয়ো ইয়ো টেস্টের প্রচলন সকলের জানা। দেশের হকি তারকা হার্দিক সিং এ বার জানিয়েছেন, হকি প্লেয়ারদের ফিটনেস দেখার জন্যও ইয়ো ইয়ো টেস্ট করা হয়। এবং সেখানেই ভারতীয় ক্রিকেটারদের থেকে এগিয়ে তাঁরা। তিনি এক পডকাস্টে বলেছেন, ‘যদি কোনও ক্রিকেটার ইয়ো ইয়ো টেস্টে ১৯ বা ২০ স্কোর করে, তা হলে সকলে তাঁকে ফিটেস্ট বলে। শ্রীজেশ তো গোলকিপার। ইয়ো ইয়ো টেস্টে তিনি ২১ স্কোরও করেছেন।’

এই খবরটিও পড়ুন

হার্দিকের এই কথা থেকেই পরিষ্কার, তিনি বোঝাতে চেয়েছেন দেশের ক্রিকেটারদের থেকে হকি তারকারা ইয়ো ইয়ো টেস্টে বেশি স্কোর করেন। এখানেই অবশ্য তিনি থেমে থাকেননি। আরও বলেন, ‘আমাদের প্রধান স্তর শুরু হয় ১৫ থেকে, সেখানে ৮টি স্প্রিন্টস থাকে। সেই ভাবে এগোতে থাকে। ২৩.৮ পয়েন্টও হয়। আমাদের ৭ জন প্লেয়ার রয়েছে, যাঁরা ২৩.৮ পয়েন্ট স্কোর করেছে।’

২৬ বছর বয়সী পঞ্জাবের হকি প্লেয়ার হার্দিক এও জানান যে, ভারতের মেয়েদের জুনিয়র হকি টিমের প্লেয়ারদের ইয়ো ইয়ো টেস্টে স্কোর হয় ১৭-১৮। আর ছেলেদের গড় স্কোর ২২-২৩। হার্দিকের এই বক্তব্যের ভিডিয়োটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। একজন এক্সে লিখেছেন, ‘হকি প্লেয়ারদের ফিটনেসের সঙ্গে ক্রিকেটারদের ফিটনেসের তুলনা করা ঠিক না।’ অপর একজন লেখেন, ‘ভাই কোথায় এই ২৩ স্কোর দেখতে পাব? রিপোর্টটা কোন ওয়েবসাইটে দেখা যায়। আমি দেখতে চাই। তবে বুঝব সত্যি বলছ না মিথ্যে? বললেই মেনে নেব কী করে?’



Leave a Reply