ধোনির টিমে ইতি, কেকেআরে গম্ভীরের ফেলে আসা হটসিটে ডোয়েন ব্র্যাভো


KKR, IPL 2025: ধোনির টিমে ইতি, কেকেআরে গম্ভীরের ফেলে আসা হটসিটে ডোয়েন ব্র্যাভোImage Credit source: KKR

কলকাতা: ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (DJ Bravo) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। ইন্সটাগ্রামে এক লম্বা পোস্টের মাধ্যমে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অবসরের পরই তিনি পেয়ে গিয়েছেন নতুন দায়িত্ব। আইপিএলে তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিলেন ব্র্যাভো। আগামী আইপিএলে ক্যারিবিয়ান তারকাকে নাইটদের মেন্টর হিসেবে দেখা যাবে। শাহরুখ খানের দলের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। চেন্নাই সুপার কিংস টিমের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন ডিজে ব্র্যাভো। এ বার কেকেআরকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।

গৌতম গম্ভীর মেন্টর হয়ে কেকেআরকে ২০২৪ আইপিএল জিততে সাহায্য করেছেন। এরপর তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব নিতেই ফাঁকা হয়ে যায় নাইটদের মেন্টরের জায়গা। এ বার গম্ভীরের সেই হটসিটে বসলেন ব্র্যাভো। তাঁর কেকেআরে আসা নিয়ে নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘ডিজে ব্র্যাভো আমাদের টিমে যোগ দিল। ওর জয়ের খিদে, প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের ফ্র্যাঞ্চাইজি ও প্লেয়ারদের অনেক সাহায্য করবে। আমাদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গ্লোবাল স্তরে যুক্ত ব্র্যাভো। সিপিএল, এমএলসি ও আইএলটি-২০-র পর এ বার আইপিএলেও নাইট টিমের সদস্য হলেন ব্র্যাভো।’

এই খবরটিও পড়ুন

কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নেওয়ার পর ডিজে ব্র্যাভো বলেন, ‘সিপিএলে গত ১০ বছর ধরে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। নাইট রাইডার্সের হয়ে এবং বিরুদ্ধে আমি একাধিক লিগে খেলেছি। নাইট শিবির যে ভাবে একাধিক লিগে দল পরিচালনা করে, আমি সেটার সম্মান করি। মালিকের প্যাশন, ম্যানেজমেন্টের প্রফেশনালিজম এবং দলে পরিবারের মতো পরিবেশ একটা বিশেষ জায়গা করে তোলে। এই দারুণ প্ল্যাটফর্মের মাধ্যমে আমি খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে মনিটরিং এবং কোচিং করার পথে হাঁটছি।’

কেকেআর টিমে যোগ দিয়ে, সকল ফ্যানদের এবং দলের ম্যানেজমেন্ট টিমের সদস্য ও মালিকদের ধন্যবাদ জানিয়েছেন ব্র্যাভো। একইসঙ্গে সিএসকে টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন। এ বার চ্যাম্পিয়ন দলের জন্য বেগুনি জার্সিতে নতুন কিছু করতে চান বলে জানিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।



Leave a Reply