IND vs BAN: দ্বিতীয় দিনের খেলায় ‘ভিলেন’ বৃষ্টি, রোহিত-শান্তরা স্টেডিয়াম ছেড়ে ফিরলেন হোটেলেImage Credit source: PTI
কলকাতা: কানপুর টেস্টে বড় ভিলেন এখনও অবধি বৃষ্টি। শেষ অবধি এই টেস্ট ভেস্তে যাবে না তো? এমন গন্ধ পেতে শুরু করেছেন অনেক ক্রিকেট প্রেমী। শুক্রবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে সব গোলমাল হয়েছে। টস দেরিতে হয়েছে। ম্যাচও শুরু হয় দেরিতে। তারপর বৃষ্টির কারণেই তাড়াতাড়ি দিনের খেলা শেষ হয়ে যায়। আজ শনিবার কানপুরের ছবিটা বদলায়নি। সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে সকাল ৮.৪৫ মিনিট নাগাট এক্স হ্যান্ডেলে জানানো হয়, বৃষ্টির কারণে কানপুরে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরবর্তীতে আরও আপডেট জানানো হবে। এরই মাঝে সংবাদসংস্থা এএনআই মারফত জানা গিয়েছে, গ্রিন পার্ক স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরেছে দুই দল।
সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা টিম বাসে করে কানপুরে টিম হোটেলে ফিরে যাচ্ছেন। পরবর্তীতে জানা গিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররাও টিম হোটেলে ফিরে গিয়েছেন। যে পরিমাণে কানপুরের আবহাওয়া খারাপ হচ্ছে, তাতে দ্বিতীয় টেস্টের ফলাফল পাওয়া যাবে না বলে মনে করছে ক্রিকেট মহল।
এই খবরটিও পড়ুন
#WATCH | Kanpur: India vs Bangladesh 2nd Test, Day-2 | Indian cricket team leaves from Green Park Stadium; the start of play for Day 2 in Kanpur has been delayed due to rain, tweets BCCI.#INDvBAN pic.twitter.com/cVe6z73M6z
— ANI (@ANI) September 28, 2024
সোশ্যাল মিডিয়া মারফত কানপুরের যে আজকের যে ছবি-ভিডিয়ো পাওয়া যাচ্ছে, তাতে দেখা গিয়েছে সেখানে বৃষ্টি পড়ছে ক্রমাগত। গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ পুরোটাই কভারে ঢাকা।
Live picture of Kanpur test match.#KanpurTest #INDvBAN pic.twitter.com/dgFHE7fKYC
— Abu Saad (@iamsaadizhaan) September 28, 2024
এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি বোর্ড যেহেতু এখনও আর কোনও আপডেট জানায়নি, তাই পরবর্তী ছবিটা পরিষ্কার নয়। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যদি খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি হয়, তা হলে আবার দুই দল গ্রিন পার্ক স্টেডিয়ামে ফিরে আসবে।