টেস্টে ৩০০ উইকেট জাদেজার, একগুচ্ছ নজির ‘স্যরে’র


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যর ইয়ান বোথামের পরই স্যর রবীন্দ্র জাদেজা। অনন্য নজির গড়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেললেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৩ হাজার রানের মালিক হলেন তিনি।

সোমবার কানপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের খালেদ আহমেদের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হয়ে যান জাড্ডু। টেস্টে ইতিমধ্যেই ৩ হাজারের বেশি রান রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটে ৪ সেঞ্চুরির মালিক তিনি। ২১টি অর্ধশতরানও রয়েছে। ৭৪ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৩০০। ১৩ বার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। ২ বার পেয়েছেন এক টেস্টে ১০ উইকেট।

Leave a Reply