পা পিছলে মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটারের


স্টাফ রিপোর্টার: বঙ্গ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। আচমকা দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের তরুণ প্রতিভাবান এক ক্রিকেটারের। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু হল শেখ আসিফ হুসেনর। 

সোমবার নিজের বাড়িতেই পা পিছলে পড়ে যান শেখ আসিফ হুসেন। মাথায় আঘাত লাগে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় বাংলার প্রতিভাবান এই ক্রিকেটারের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বঙ্গ ক্রিকেটে শোকের ছায়া।

বেঙ্গলের প্রো ২০ লিগে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন আসিফ। এক ম্যাচে ৯৯-এর ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন। এর পর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন তিনি। তিন-চার বছর আগে বাংলায় ফিরে আসেন। ঘরোয়া ক্রিকেট খেলতেন নিয়মিত। এদিন আচমকাই সেই প্রতিভার দৌড় থমকে গেল। বাড়িতেই পা পিছলে পড়ে মৃত্যু হল তাঁর। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না।

Leave a Reply