মোমিনুলের লড়াকু সেঞ্চুরি, অশ্বিন-বুমরাহদের সামলে লড়ছে বাংলাদেশও


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুর টেস্টে লড়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে একের পর এক উইকেট হারালেও টিকে রয়েছেন মোমিনুল হক। অশ্বিন-বুমরাহদের সামলে ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। যদিও দ্রুত আউট হয়ে যান মুশফিকুর, লিটন, শাকিবের মতো অভিজ্ঞ ব্যাটার। চতুর্থ দিনে লাঞ্চের সময় বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ২০৫। ১০২ রানে অপরাজিত মোমিনুল হক। ৯ রানে তাঁকে সঙ্গ দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ।

দিনের শুরুতেই বুমরাহর দুরন্ত সুইং ছিটকে দেয় মুশফিকুরের উইকেট। তার পর খেলার গতি ধরতে চেয়েছিলেন মোমিনুল ও লিটন। কিন্তু সেই সময় লিটনের দুরন্ত ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত। লিটন যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না সেটা। কিন্তু একটা ক্যাচেই রক্ষা নেই। এর পর অসাধারণ ক্যাচ নিয়ে শাকিবকে ফেরান মহম্মদ সিরাজ। পিছন দিকে শরীর ছুঁড়ে বল তালুবন্দি করেন তিনি।

 



Leave a Reply