লখনউ: অস্ট্রেলিয়া সফর দরজায় কড়া নাড়ছে বলতে গেলে। যে সফরে তৃতীয় ওপেনার প্রয়োজন পড়বে ভারতের। সে প্রেক্ষিত থেকে দেখলে, চলতি ইরানি ট্রফি বাংলার অভিমন্যু ঈশ্বরণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সুযোগকে দারুণ ভাবে কাজেও লাগালেন অভিমন্যু। মুম্বইয়ের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের হয়ে দেড়শো রানের ইনিংস খেলে।
বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ২১২ বলে অপরাজিত ১৫১ রান করে যান অভিমন্যু। মারেন বারোটা বাউন্ডারির সঙ্গে একটা ছয়। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে বেশ বড়সড় স্কোয়াড পাঠানোর কথাই ভাবছে ভারত। দুই নিয়মিত ওপেনার রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল থাকলেও রিজার্ভ ওপেনার নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। সেই একটা স্লটে তিন জনের মধ্যে লড়াই চলছিল। অভিম্যনু ঈশ্বরণ. রুতুরাজ গায়কোয়াড়। এবং সাই সুদর্শন। সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেলেন অভিমন্যু। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর তিনটে সেঞ্চুরি করে গেলেন তিনি। অভিমন্যুর প্রতিদ্বন্দ্বী যাঁরা, সেই রুতুরাজ ব্যর্থ (৯)। বেশি দূর এগোতে পারেননি সাই সুদর্শনও (৩২)। মূলত অভিম্যনুর ইনিংসের উপরই ভর করে তৃতীয় দিনের শেষে ২৮৯-৪। প্রথম ইনিংসে মুম্বইয়ের তোলা বিশাল ৫৩৭ রানের জবাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));