দুই কারণে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে খুশি নন বোলিং কোচ মর্কেল, বোঝালেন…


Hardik Pandya: দুই কারণে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে খুশি নন বোলিং কোচ মর্কেল, বোঝালেন…Image Credit source: BCCI

কলকাতা: হাতে আর একটা দিন, তারপর শুরু হয়ে যাবে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে সূর্য-শান্তদের প্রথম টি-২০ ম্যাচ। গোয়ালিয়রে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার প্রথম নেটে অনুশীলন করেছেন। সেখানেই ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের (Morne Morkel) মনে ধরেনি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বোলিং। শুধু তাই নয়, হার্দিকের উপর মোট দুই কারণে খুশি নন মর্কেল। কী সেই কারণগুলি?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, গোয়ালিয়রে ভারতের নেট সেশনে হার্দিকের বোলিং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন মর্কেল। এরপর দুটি কারণে তিনি হার্দিকের বোলিং নিয়ে খুশি হতে পারেননি। প্রথমত, হার্দিক স্টাম্পের কাছাকাছি বোলিং করছিলেন। যা ভালো লাগেনি মর্কেলের। হার্দিক নেটে প্রতিটি ডেলিভারি দেওয়ার পরই মর্কেল তাঁর কাছে গিয়ে কথা বলতে থাকেন। দ্বিতীয়ত, হার্দিকের রিলিজ পয়েন্ট নিয়েও মর্কেল কাজ করার চেষ্টা করেছেন।

এই খবরটিও পড়ুন

হার্দিকের সঙ্গে নেটে দীর্ঘক্ষণ কথা বলার মর্কেল বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, প্রথম বার ভারতের টি-২০ দলে ডাক পাওয়া হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদবের সঙ্গেও কথা বলেন মর্কেল। সকলের বোলিং পর্যবেক্ষণ করার পাশাপাশি তাঁদের কোন জায়গায় উন্নতি করা দরকার, তা নিয়েও বলেন মর্কেল।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড- সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।



Leave a Reply