ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে হেভিওয়েট! বিগ-বি, কিং খানদের ছাপিয়ে শীর্ষে ধোনি


MS Dhoni: ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে হেভিওয়েট! বিগ-বি, কিং খানদের ছাপিয়ে শীর্ষে ধোনিImage Credit source: X

কলকাতা: ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের (Brand Endorsements) দৌড়ে এ বছর দাপট কার? বছরের শুরু থেকে জুন অবধি ধরলে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তালিকায় প্রথম ৫-এ নেই আর কোনও ভারতীয় ক্রিকেটার। TAM AdEx এর নতুন রিপোর্ট অনুযায়ী এ বছরের প্রথমার্ধে সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের যে রিপোর্ট বেরিয়েছে, তাতে শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের পিছনে ফেলে দিয়েছেন ধোনি।

TAM AdEx এর রিপোর্ট অনুযায়ী, টেলিভিশনে সেলিব্রিটি ও নন-সেলিব্রিটির বিজ্ঞাপনের হার দেখলে নজরে পড়বে ৬৮% বিজ্ঞাপন নন-সেলিব্রিটির আর ৩২ শতাংশ বিজ্ঞাপন সেলিব্রিটির। এই ৩২ শতাংশর মধ্যে সিনে দুনিয়ার অভিনেতারা স্ক্রিনে রয়েছেন ৪২%। সিনে দুনিয়ার অভিনেত্রীরা রয়েছেন ৩৩%, স্পোর্টস পার্সনরা রয়েছেন ১৪% এবং টিভি অভিনেত্রীরা রয়েছেন ৭ শতাংশ ও টিভি অভিনেতারা রয়েছেন ৪ শতাংশ স্ক্রিনজুড়ে।

এই খবরটিও পড়ুন

মোট বিজ্ঞাপনের হারের নিরিখে সিনে দুনিয়ার তারকারা এগিয়ে থাকলেও, এ বছরের জুন অবধি যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের তালিকায় ধোনিই শীর্ষে। বছরের প্রথম ৬টা মাস ধোনি ৪২টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। ৪১টি ব্র্য়ান্ডের সঙ্গে যুক্ত হয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে অমিতাভ বচ্চন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তালিকায় যথাক্রমে রয়েছেন শাহরুখ খান (৩৪), করিনা কাপুর (৩১) ও অক্ষয় কুমার (২৮)।

এ বছরের আইপিএলের পর থেকে ধোনিকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি। অবসর সময় কাটাতে মাঝে মাঝে টেবল টেনিস খেলতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে মাঝে আবার ছুটি কাটাতে বিদেশও পাড়ি দিতে দেখা গিয়েছে ধোনিকে। বছর ভর কোনও না কোনও কারণে শিরোনামে থাকেনই ধোনি। এ বার ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বাকিদের টেক্কা দিয়ে ফের লাইমলাইটে মাহি।



Leave a Reply