সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের মহিলাদের বিশ্বকাপ অভিযান। চলতি বছরেই রোহিত শর্মাদের হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এসেছে ভারতে। এবার কি হরমনপ্রীতরাও সেটা করতে পারবেন? আশায় বুক বাঁধছে দেশবাসী। তার আগে বিশ্বকাপ জয়ের জন্য কোন মন্ত্রে নিজেদের উদ্বুদ্ধ করছেন শেফালী বর্মারা? সেখানেও থাকছে হরমনপ্রীতের নাম।
প্রায় ১৫ বছর ধরে ভারতের জার্সিতে ফুল ফুটিয়ে চলেছেন হরমনপ্রীত। নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এখনও বিশ্বকাপ ট্রফি অধরা। এবার সেই লক্ষ্যও থাকবে তাঁর সামনে। শুধু হরমনপ্রীত নন, দলের বাকি সদস্যদের মধ্যেও রয়েছে অপূর্ণ স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা।
যেমন, শেফালি বর্মা। তিনি বলছেন, “হরমনপ্রীত দি খেলা নিয়ে খুবই আবেগপ্রবণ। বিশ্বকাপ জয় ওর অপূর্ণ স্বপ্ন। আশা করি আমরা ওর সেই স্বপ্ন এবার পূরণ করতে পারব। ও অসাধারণ ক্রিকেটার। সেরকম ভালো সতীর্থ। এবং একজন দুর্দান্ত অধিনায়ক। যে আমাদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে চলেছে।”
হরমনপ্রীতের বয়স ৩৫ বছর। সেখানে শেফালির বয়স মাত্র ২০ বছর। এবার তাঁর দ্বিতীয় বিশ্বকাপ। দলের মধ্যে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণই শক্তি হয়ে উঠতে পারে ভারতের। মাত্র ১৬ বছর বয়সে ক্রিকেট বিশ্বকাপে অভিষেক ঘটেছিল শেফালির। এখন অবশ্য অনেকটাই অভিজ্ঞ তিনি। আগের অভিজ্ঞতা স্মরণ করে বলছেন, “প্রথম যখন বিশ্বকাপে নামি, আমি তার ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এত চিৎকার চলছিল, আমি ফোকাস হারিয়ে ফেলেছিলাম। তবে ফের যদি সেই পরিস্থিতিতে পড়ি, তাহলে আগের মতো হবে না।”
যদিও দলের মধ্যে এখনও অনেক পরীক্ষানিরীক্ষা চলছে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। দুটোতেই জয় পেয়েছে। কিন্তু রান পাননি হরমনপ্রীত। তা সত্ত্বেও তিনি তিন নম্বরে নামবেন বলেই জানা যাচ্ছে।