নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হারে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ভারতের। ৫৮ রানের বিশাল ব্যাবধানে হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। সুপার সান ডে-তে মুখোমুখি হল ভারত-পাকিস্তান। আত্মবিশ্বাসে পাকিস্তান কিছুটা হলেও এগিয়ে ছিল। কারণ, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচে যে কোনও পরিসংখ্যানই কাজে আসে না, তা আরও একবার দেখা গেল। প্রথম ম্যাচে এলোমেলো দেখানো ভারত ঘুরে দাঁড়াল। পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জয়ের মঞ্চ গড়ে দেন বোলাররা। তার সঙ্গে ভুললে চলবে না ফিল্ডিং। প্রথম ম্যাচে ভারতকে মূলত ফিল্ডিংই চাপে রেখেছিল। বেশ কিছু ক্যাচ মিস, গ্রাউন্ড ফিল্ডিংয়েও একই পরিস্থিতি। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। নতুন বলে অনবদ্য বোলিং করেন রেনুকা, অরুন্ধতীরা। আশা শোভানার বোলিংয়ে রিচা ঘোষের অবিশ্বাস্য ক্যাচে ফেরেন পাকিস্তানের ক্যাপ্টেনও। এরপর থেকেই পাকিস্তানের রান তোলা আরও কঠিন হয়ে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করে পাকিস্তান। অরুন্ধতী ৩ উইকেট নেন।
এই খবরটিও পড়ুন
রান তাড়ায় হতাশ করেন স্মৃতি মান্ধানা। ১৬ বলে ৭ রানে ফেরেন। গত ম্যাচে তিনে ব্যাট করেছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত। এ দিন জেমাইমাকে তিনে নামালেন। শেফালি ভার্মা এবং জেমাইমা জুটি দুর্দান্ত খেলছিল। একটা সময় মনে হয়েছিল, এই জুটিই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বে। যদিও সেই ধৈর্য দেখা গেল না। শেফালি ৩২, জেমাইমা ২৩ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর চোটে মাঠ ছাড়েন। ২৪ বলে ২৯ রানের ভরসা যোগ্য ইনিংস খেলেন ক্যাপ্টেন।