ক্ষমা করিস, কিন্তু খুবই খারাপ… শিবমকে হঠাৎ এ কথা কেন শোনালেন রোহিত?


Rohit Sharma: ক্ষমা করিস, কিন্তু খুবই খারাপ… শিবমকে হঠাৎ এ কথা কেন শোনালেন রোহিত?
Image Credit source: X

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) বাইশ গজে খুবই সিরিয়াস। ড্রেসিংরুমেও গুরুত্বপূর্ণ আলোচনার সময় তিনি সিরিয়াস। আর ঠিক উল্টো ছবি দেখা যায়, যখন তিনি থাকেন মাঠের বাইরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডের টুকরো টুকরো ভিডিয়ো ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট কোহলি কেমন ব্যাটিং করেন, তা অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছেন শিবম দুবে (Shivam Dube)। যা দেখে নিজেকে আটকে রাখতে পারেননি রোহিত। করে বসেন এক অবাক করা মন্তব্য।

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একটি ছোট খেলার সেশন রাখা হয়েছিল। যেখানে রোহিত শর্মাকে একটি বিরাট কোহলির নাম লেখা কার্ড দেন কপিল শর্মা। সেটি রোহিতকে না দেখে সামনে থাকা ক্রিকেটারের অভিনয় দেখে বুঝতে হবে কার নাম লেখা রয়েছে কার্ডে। শিবম দুবে এগিয়ে আসেন সেই কার্ডে কার নাম আছে, তা অভিনয় করে দেখাতে।

এই খবরটিও পড়ুন

সেই সময় শিবমের পিছনে বসে থাকা সূর্যকুমার যাদব তাঁকে বলেন, ‘সেলিব্রেশন করার ধরন দেখিয়ে দাও।’ এরপর শিবম তাঁর মতো করে চেষ্টা করেন ওই কার্ডে লেখা রয়েছে বিরাটের নাম, সেটা বোঝানোর। প্রথমে কিছু বুঝতে পারছিলেন না রোহিত। শেষে বলেন, ‘বিরাট।’ আর ভিডিয়োটির শেষে শিবমকে উদ্দেশ্য করে রোহিত বলেন, ‘ক্ষমা করে দিস, খুবই খারাপ অভিনয় ছিল।’ রোহিত এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হাসাহাসি করতে থাকেন। দর্শকাসনে থাকা শিবম দুবের স্ত্রীকেও হাসতে দেখা যায়।



Leave a Reply